ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘নিউ মাইক্রোসফট ব্যান্ডের’ বিপণন শুরু ৩০ অক্টোবর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
‘নিউ মাইক্রোসফট ব্যান্ডের’ বিপণন শুরু ৩০ অক্টোবর

মাইক্রোসফট হাতে পরিধানযোগ্য নুতন ব্যান্ড প্রকাশের ঘোষণা দিয়েছিল গত বছর। এ বিষয়ে বর্তমান খবরে জানানো হয়েছে, ইতিমধ্যে পণ্যটির উন্মোচন শেষ হয়েছে।



সহজ ভাষায় অভিহিত ‘নিউ মাইক্রোসফট ব্যান্ড’ আগামী ৩০ অক্টোবর থেকে বিপণনে যাচ্ছে। দাম নির্ধারিত হয়েছে ২৪৯ ডলার যা বাংলেদেশী টাকায় প্রায় সাড়ে ১৯ হাজার।

পণ্যটিতে অন্তর্ভূক্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, ফিটনেস ব্র্যান্ডের পরবর্তী সংস্করণটি আগের চেয়ে অনেক বেশী সেন্সর সমৃদ্ধশীল। বাঁকানো আকৃতির টাচ সেনসেটিভ ওলেড প্রযুক্তিতে তৈরি এর ডিসপ্লের পিক্সেল ৩২০ বাই ১৮০ যার সুরক্ষায় আছে কর্নিং গোরিলা গ্লাস ৩।

‌এছাড়া ইন বিল্ট জিপিএস, গাইডেড ওয়ার্কআউট, স্লিপ ট্র্যাকিং, ক্যালোরি ট্র্যাকিং, ডিসটেন্স ট্র্যাকিং সহ আরো চমকপ্রদ কিছু ফিচার পাওয়া যাবে এতে।

ব্যবহারকারী তার স্মার্টফোনের হেলথ অ্যাপের সঙ্গে ব্যান্ডটিকে সংযুক্ত করে যাবতীয় তথ্যও সংগ্রহ করতে পারবে।

অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ১০ প্লাটফর্মের ডিভাইসে এটি কাজ করতে সক্ষম।

সেন্সরের তালিকায় রয়েছে ব্যারোমিটার নামের ফিচার, এটি যুক্তের উদ্দেশ্য ব্যবহারকারী যাতে কোনো স্থানে আরোহন বা চলাচলের বিষয়ে মূহূর্তেই পূর্ণাঙ্গ ধারণা পায়। যেমন দীর্ঘ পথ ভ্রমন কিংবা উচু কোনো স্থানে আরোহনের ক্ষেত্রে।

এসব সুবিধা ছাড়াও আছে কর্টেনা যার মাধ্যমে ব্যবহারকারী কোনো কাজ অসমাপ্ত আছে কিনা তা অবহিত হতে পারবে। এখানেই শেষ নয় ব্যবহারকারীদের আরো সুবিধা প্রদানের জন্য অন্যান্য অপস সাপোর্ট সুবিধাও রয়েছে ব্যান্ডটিতে যেমন ইউবার, রানকিপার, সাবওয়ে, টুইটার, মাইফিটনেসপল সহ আরো কিছু।  

কেবল ট্র্যাকিং নয় অনেকটা স্মার্টওয়াচের সঙ্গে তুলনা করা হচ্ছে মাইক্রোসফট নিউ ব্যান্ডকে। তবে এটি তার পূর্বসূরীর চেয়ে বেশী আকর্ষন সৃষ্টি করতে পারবে কিনা এমনও প্রশ্ন রয়েছে প্রযুক্তিমনাদের মনে।

প্রথম পর্যায়ে ব্যান্ডটি বিশ্বের কোনসব বাজারে আসছে আপাতত তা নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।