খুলনা: ডিজিটাল প্রযুক্তির পথে বাংলাদেশের গণমাধ্যম এগিয়ে যাচ্ছে আরো একধাপ। আগামী ১৬ ডিসেম্বর শিল্প ও বন্দর নগরী খুলনা থেকে প্রথম অনলাইন টিভি চ্যানেল সোনালী টিভির সম্প্রচার শুরু হবে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টায় টিভির প্রধান বার্তা সম্পাদক আতিয়ার পারভেজ বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, দেলজান মিডিয়া লিমিটেড পরিচালিত সোনালী টিভি ‘ভয়েস অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশের কন্ঠ’ স্লোগান ধারণ করেছে। খুলনার স্যার ইকবাল রোডে অস্থায়ী কার্যালয়ে চলছে এই আইপি টিভির কার্যক্রম।
তিনি আরো জানান, পূর্ণাঙ্গ টেলিভিশনের সব কিছুই তাদের অনুষ্ঠানসূচিতে থাকবে। ৭০ ভাগ বিনোদন ও ৩০ ভাগ নিউজ নিয়ে সাজানো অনুষ্ঠানমালার অধিকাংশই লাইভ নির্ভর। থাকবে চলমান ঘটনা প্রবাহ নিয়ে টক শো, রিয়েলিটি শো, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ, ক্রাইম, খেলাধুলা, ধর্ম, কৃষি, ব্যবসা-বাণিজ্য, নাটক, টেলিফিল্ম ও সিনেমা।
বর্তমানে পরীক্ষামূলক সম্প্রচারের আয়োজন চলা এ অনলাইন টিভিতে দেশের সব জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলাতে সংবাদকর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমআরএম/এসআর