ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজধানীতে ‘ডিজিটাল শিশু শিক্ষা মেলা’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রাজধানীতে ‘ডিজিটাল শিশু শিক্ষা মেলা’

তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেছেন, প্রচলিত শিক্ষাকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করেই আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের মানব সম্পদ তৈরি করতে হবে। এজন্য পাঠক্রম, মূল্যায়ন, পাঠ্যবই ও পাঠদান পদ্ধতিকে বদলিয়ে ডিজিটাল করতে হবে।



রাজধানীর মিরপুরে ডিজিটাল শিশুশিক্ষা মেলা-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।  

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই, ই, আর বিভাগের প্রফেসর ড. আব্দুল মালেক, ফটোগ্রাফিক এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট বশির আহমেদ বকুল,  বিশ্ব বিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সচিব ড. মুহাম্মদ খালেদ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীর মহাব্যবস্থাপক মোঃ বজলার রহমান মোল্লা, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক ড. মো: আব্দুর রাজ্জাক, কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক প্রফেসর মো: হাফিজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপবৃত্তি প্রোগ্রামের পরিচালক মো: আফজাল, বাংলাদেশ বেতারের অতিরিক্ত প্রকৌশলী সুলতান আহম্মেদ, দি সান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম ও সিটি স্কুলের প্রিন্সিপাল আলমগীর হোসেন হেলাল প্রমুখ।

মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মোঃ ইয়াহিয়া খান রিজন এবং সঞ্চালনা করেন জসিম উদ্দিন জয়।

“প্রযুক্তির হাত ধরে শিখবো আমরা আনন্দে” এই শ্লোগানকে সামনে রেখে মেলা চলবে ৩১ আক্টোবর পর্যন্ত।
প্রতিদিন বিকাল ৩টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে মেলা।  

বৃহত্তর মিরপুরবাসির কাছে শিশুদের ডিজিটাল শিক্ষাব্যবস্থাকে তুলে ধরাই এই মেলার মুল উদ্দেশ্য।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।