ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘টোটালিংক প্রোডাক্ট নলেজ শেয়ারিং’ কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
‘টোটালিংক প্রোডাক্ট নলেজ শেয়ারিং’ কর্মশালা

বিশ্বখ্যাত কোরিয়ান নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘টোটালিংক’ নিয়ে ঢাকায় একটি কর্মশালার আয়োজন করে দেশীয় প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড।

উত্তরার সুপরিচিত একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘টোটোলিংক প্রোডাক্ট নলেজ শেয়ারিং’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের উত্তরা ব্র্যাঞ্চের ডিলার, পার্টনার এবং ইন্টাননেট সেবাদাতারা।



কর্মশালাটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের হেড কমিউনিকেশনস্ প্রোডাক্ট আকরাম হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক শমির কুমার দাশ, আইটি হেড সাইফুল ইসলাম এবং ব্র্যাঞ্চ ম্যানেজার এনামুল করিম শহিদ।

পণ্য প্রদর্শণ, পণ্যের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও মার্কেটিং কৌশল সম্বন্ধে দৃষ্টিপাত করাই ছিল কর্মশালাটি আয়োজনের মূল উদ্দেশ্য। এছাড়া প্রশ্নোত্তর পর্ব থাকায় অংশগ্রহনকারীরা তাদের অজানা বিষয় সম্পর্কে জেনে নিতে পেরেছে কর্মশালা থেকে।

উল্লেখ্য, গ্লোবাল ব্র্যান্ড হলো টোটালিংকের একমাত্র বাংলাদেশি পরিবেশক।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।