ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্লেস্টেশন ‘ভিটা’ নিয়ে বিশ্বকাতারে সনি!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জুন ৮, ২০১১
প্লেস্টেশন ‘ভিটা’ নিয়ে বিশ্বকাতারে সনি!

বিশ্বের জনপ্রিয় গেমপণ্য নির্মাতা সনি এখন হার না মানা  লড়াই করছে। জাপানের বিধ্বস্ত পরিস্তিতি থেকেও নিজের অবস্থা জানান দিতে সনি মোটেও কারপণ্য করছে না।

তাই ত্রিমাত্রিক গেম আর প্লেস্টেশনের নতুন সংস্করণ ভিটা নিয়ে বাজার মাতানোর দৃঢ় ঘোষণা দিয়েছে সনি। সূত্র এ তথ্য জানিয়েছে।

জাপানের জায়ান্ট ইলেকট্রনিক পণ্যনির্মাতা লস অ্যাঞ্জেলস শহরে বিনোদন পণ্যের বিশ্বমাতানো সব উদ্ভাবনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রিমিয়ার ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট একপো (ইথ্রি) আসরে সনির সরব উপস্থিতি নজর কেড়েছে সবার।

সনি কমপিউটার এন্টারটেইনমেন্ট অব আমেরিকার প্রধান নির্বাহী জ্যাক ট্রিটন জানান, এ আসরে সনির উপস্থিতি নতুন নয়। তবে এবার খানিকটা ব্যতিক্রম।

জ্যাক প্লেস্টেশন নেটওয়ার্ক (পিএসএন) ব্যবহারকারীদের উদ্দেশ্য বলেন, চলচ্চিত্র, সঙ্গীত, গেম, বিনোদন, কিংবা অনলাইন গেমশালা যা-ই হোক না তার খোরাক মেটানোর যোগ্যতা রাখে প্লেস্টেশন। তবে অনাকাক্সিক্ষত প্লেস্টেশন হ্যাকিংয়ের জন্য জ্যাক আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

তবে জ্যাক দৃঢ় কণ্ঠে বলেন, বৈরী পরিস্থিতি সামলে সনি ত্রিমাত্রিক গেমবিশ্বের আবারও বিপ্লব ঘটাবে। আগামী নভেম্বরের মধ্যে অনেকগুলো চোখ ধাঁধানো পণ্য নিয়ে বিশ্ববাজারে নিজের উপস্থিতি অব্যাহত রাখতে সনি দৃঢ়প্রতিজ্ঞ।

আর সাম্প্রতিক চমকে থাকছে প্লেস্টেশনের সবশেষ সংস্করণ ‘ভিটা’। আর একগুচ্ছ ত্রিমাত্রিক অনলাইন অ্যাকশন গেম। সব মিলিয়ে সনি আবারও নিজেকে জনপ্রিয়তার শীর্ষে নিতে কৌশলী উদ্ভাবক হয়ে উঠছে। এমন অভিমতই প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময় ২২৩৬ ঘণ্টা, জুন ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।