ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রে সিটি ব্যাংক অ্যাকাউন্টে হ্যাকিং

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ৯, ২০১১
যুক্তরাষ্ট্রে সিটি ব্যাংক অ্যাকাউন্টে হ্যাকিং

অবশেষে হ্যাকারদের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক সূত্র এ হ্যাকিংয়ের ঘটনা স্বীকারও করেছে।



উল্লেখ্য, হ্যাকারদের আক্রমণের খতিয়ানে এটি অনেক বড় ধরনের আক্রমণের ঘটনা বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

ব্যাংক সূত্র জানিয়েছে, এ হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক আকাউন্টধারীদের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং স্থায়ী ঠিকানা হ্যাক করা হয়েছে।

তবে অ্যাকাউন্ট কার্ডের সিকিউরিটি কোড, ডেট অব বার্থ কিংবা স্পর্শকাতর কোনো তথ্য হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়নি। এরই মধ্যে ব্যাংকটি তার অনলাইন সিকিউরিটি সিস্টেমর নিরাপত্তা আরও জোড়ালো করেছে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় ১৬১৪ ঘণ্টা, জুন ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।