ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হরতালেও ঢাকায় ল্যাপটপ প্রদর্শনী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ১১, ২০১১
হরতালেও ঢাকায় ল্যাপটপ প্রদর্শনী

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘কিউবি সামার ল্যাপটপ প্রদর্শনী২০১১’ শেষ হচ্ছে রোববার। সূত্র এ তথ্য জানিয়েছে।



এরই মধ্যে প্রদর্শনীজুড়ে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। প্রথমদিনের চেয়ে শুক্রবার ল্যাপটপ বিক্রির পরিমাণও বেশি ছিল বলে বিপণনকারী ব্র্যান্ড সূত্রগুলো জানিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকাল তিনটায় বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রিল্যান্সিং বিষয়ক উন্মুক্ত সেমিনার।

বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসানের সভাপতিত্বে এ সেমিনারে দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সাররা নতুনদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবসা প্রসঙ্গে নির্দেশনা দেন।

১২ জুন হরতাল হওয়ায় প্রদর্শনী চলা নিয়ে সংশয় তৈরি হয়। এ প্রসঙ্গে প্রদর্শনীর সমন্বয়ক ফাবিয়ান খান জানান, হরতাল হলেও রোববার রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা কিউবি এ প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক। সহপৃষ্ঠপোষক অ্যাসার, আসুস, এইচপি এবং স্যামসাং। নলেজ পার্টনার হিসেবে আছে বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা প্রতিষ্ঠান এডুমেকার।

এ প্রদর্শনীতে কিউবি, এইচপি, স্যামসাং, কমপিউটার সোর্স, কুইকহেল, স্মার্ট, গ্লোবাল, স্টারটেক ইঞ্জিনিয়ারিং, কমপিউটার ভিলেজ, এক্সিকিউটিভ টেকনোলজিস, রিশিত, কমপিউটার ভ্যালি, আইওএম, এক্সেল টেকনোলজিস, খান জাহান আলী কমপিউটার, ফোরা সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এসব প্রতিষ্ঠানের স্টলে বিশেষ মূল্যছাড়ে আসুস, তোশিবা, এইচপি, গেটওয়ে, স্যামসাং, লেনোভো, হায়ার, ডেল, ফুজিৎসু, প্রোলিংক, অ্যাপল, অ্যাসার, এমএসআই, সনি, কমপ্যাক, ফোরা পিসি, গিগাবাইট ছাড়াও নতুন আসা ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে।

এবার বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ এ প্রদর্শনীতে উন্মোচিত হবে বলে বাংলানিউজকে জানানো হয়েছে। উল্লেখ্য, এ প্রদর্শনীতে থাকছে ১৩টি প্যাভিলিয়ন এবং ৪৫টি স্টল।

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের মাধ্যমে প্রদর্শনীর বিভিন্ন ছাড় এবং আপডেট প্রকাশ করা হবে। আগ্রহীরা www.facebook.com/laptopfair এ সাইটে আরও তথ্য পাবেন।

এবারের ল্যাপটপ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত। সাধারণের প্রবেশমূল্য ২০ টাকা।

বাংলাদেশ সময় ২০২২ ঘণ্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।