ময়মনসিংহ: ময়মনসিংহে ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডিজিটাল সেন্টারে কেককেটে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামে সহায়তায় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য) শারমিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপক একেএম মহিউদ্দিন, এটুআই’র প্রোগ্রাম অফিসার মো. মাজেদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. শামছুল হক।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এমএএম/জেডএস