ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিপিতে banglanews24.com ফ্রি, ১ টাকায় সব ব্রেকিং

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
জিপিতে banglanews24.com ফ্রি, ১ টাকায় সব ব্রেকিং

ঢাকা: গ্রামীণফোন থেকে বাংলানিউজ ব্রাউজিং এখন সম্পূর্ণ ফ্রি। গ্রামীণফোনের যে কোনও নম্বর ব্যবহারকারী এখন থেকে দেশে কখন কোথায় কি ঘটছে তা জানতে পারবেন বাংলানিউজের পাতা থেকে।



মোবাইল ফোন থেকে এখুনি ব্রাউজ করুন- m.banglanews24.com আর আপডেটেড থাকুন বিনা খরচায়।

এটি বাংলানিউজের মোবাইলফোন ভার্সন। যা অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অত্যন্ত সাবলীল ও রেসপন্সিভ ব্রাউজিংয়ের সুবিধা নিশ্চিত করেছে।
 
যারা গ্রামীণফোনের ইজিনেট অ্যাপ্লিকেশনটি নিয়েছেন তাদের জন্যও রয়েছে সুখবর।

শিগগিরই গ্রামীণফোন গ্রাহকরা ইজিনেট অ্যাপ্লিকেশন থেকেও সম্পূর্ণ ফ্রি ব্রাউজ করতে পারবেন banglanews24.com

দেশের মোট ১১ কোটি মোবাইলফোন গ্রাহকের মধ্যে জিপির ব্যবহারকারীই রয়েছে সাড়ে পাঁচ কোটিরও বেশি। তাদের জন্য নিত্য নতুন সার্ভিস নিয়ে আসছে দেশের শীর্ষ মোবাইলফোন অপারেটরটি।

দিনে ১ টাকায় সব ব্রেকিং

এ লক্ষ্যে দেশের প্রধান অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের সঙ্গে সম্প্রতি ব্র্যান্ডেড নিউজ সার্ভিস চালু করে গ্রামীণফোন। ওই সার্ভিসের আওতায় জিপি গ্রাহকদের কাছে মাত্র ১ টাকায় দিনের গুরুত্বপূর্ণ সব সংবাদ পৌঁছে দিচ্ছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সার্ভিসটি সরাসরি সাবস্ক্রাইব করতে ডায়াল করতে হবে *321*3*1#।

আর *৩২১*৩# ডায়াল করে মিলবে আরও চারটি সার্ভিসের খবর। গ্রাহকরা আলাদাভাবে সাবস্ক্রাইব করতে পারবেন সকাল, দুপুর ও সন্ধ্যার আপডেট। আরও পাবেন অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত খবর।

ব্রেকিংনিউজের জন্য ডায়াল *321*3*1#
মিড-ডে নিউজের জন্য ডায়াল *321*3*2#
ব্রেকফাস্ট নিউজের জন্য ডায়াল *321*3*3#
ইভনিং নিউজের জন্য ডায়াল *321*3*4# আর
বিজনেস নিউজের জন্য ডায়াল *321*3*5#
 
এরই মধ্যে এই সবগুলো সংবাদ সেবা দিতে শুরু করেছে বাংলানিউজ ও গ্রামীণফোন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএইচ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।