ঢাকা: যশোর ও গোপালগঞ্জের পর এবার সিলেট বিভাগে একসঙ্গে ফোর জি নেটওয়ার্ক বিস্তার করতে যাচ্ছে ওলো ওয়্যারলেস নেটওয়ার্ক। বাংলাদেশে প্রথমবারের মতো ফোর জি (চতুর্থ প্রজন্ম) এলটিই নেটওয়ার্ক এনেছে ওলো।
তথ্যপ্রযুক্তি জগতের সর্বশেষ উন্নতির ছোঁয়ায় দেশের মানুষকে সমৃদ্ধ করতে ওলোর এ উদ্যোগ।
বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেডের (বিআইইএল) ‘ওলো সিলেটে ফোর জি এলটিই নেটওয়ার্ক সেবা’ ব্র্যান্ডে বুধবার (২ ডিসেম্বর) থেকে এ সেবা শুরু করতে যাচ্ছে ওলো। নেটওয়ার্ক চালুর শুরুতেই দেশের সবচেয়ে শক্তিশালী এলটিই সিগন্যালের প্রতিশ্রুতি দিচ্ছে তারা। ট্রু ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে এতে থাকছে সবচেয়ে নির্ভরযোগ্য সিগন্যাল।
প্রথমদিকে সিলেটে ওয়ান বিটিএস দিয়ে যাত্রা শুরু করলেও একমাসের মধ্যে আরও দুই বিটিএস যোগ হবে কাভারেজ এরিয়ায়। প্রথম পর্যায়ে সিলেট শহরের সবগুলো গুরুত্বপূর্ণ এলাকার বাসিন্দারা এ নেটওয়ার্ক সেবা উপভোগ করতে পারবেন।
এদিকে সিলেটে ওলোর যাত্রা উপলক্ষে বুধবার আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তা নিয়াজ ইসলামসহ (হেড অব কমার্শিয়াল) সিলেট শহরের বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিআর/জেডএস