ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়া ও সিমেন্স সম্পর্কে ছন্দপতন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১১
নকিয়া ও সিমেন্স সম্পর্কে ছন্দপতন

নকিয়া ও বিশ্বের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন এবং নেটওয়ার্কিং সেবাদাতা সিমেন্সের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের অবসান হতে যাচ্ছে। এ বিচ্ছেদ ঘটবে দু বছর পর ২০১৩ সালে।

সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নকিয়া সব সময়ই তার শীর্ষ অবস্থান ধরে রাখতে কর্মমুখর থাকে। অন্যদিকে ‘নকিয়া সিমেন্স নেটওয়ার্ক’ নিলাম ডাকার প্রস্তুতি নিয়েছে স্যামসাং। এনএসএন কোরিয়ানের বিশাল শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক একটি অংশ। এটি উন্নতমানের মার্কেট প্রসিডিউর।

এ সেবার মাধ্যমে নকিয়া দীর্ঘদিন এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বাজারে ধরে রেখেছে। মাইক্রোসফটের সঙ্গে যুগলবদ্ধ হয়ে কাজ করার উদ্দেশ্য নকিয়ার পণ্যযুক্ত উইন্ডোজ ফোন৭ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে নকিয়ার শীর্ষ মুখপাত্র জানান, এ মুহূর্তে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে এর গঠনমূলক দিক নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, সিমেন্সের সঙ্গে নকিয়া চুক্তিবদ্ধ হয় ২০০৬ সালে। কিন্তু কার্যক্রমের ভিত্তিতে এ যাত্রা ২০০৭ সালে শুরু হয়।

এ প্রতিষ্ঠান দুটি একযোগে টেলিকমিউনিকেশন সুবিধাসহ ডাটা নেটওয়ার্কিংয়ের কার্যক্রম নির্বাহ করে। এ মুহূর্তে বিশ্বের ১৫০টি দেশে এ যৌথ সেবা বিদ্যমান। শুরু থেকে এনএসএন উভয় প্রতিষ্ঠানেরই গুরুদায়িত্ব বহন করে আসছেন।

২০১৩ সালে এ সমাপ্তির মধ্য দিয়ে সিমেন্স ও নকিয়া নিজ নিজ ব্যবসা সম্প্রসারণে আরও কৌশলী হবে।

বাংলাদেশ সময় ২২০৮ ঘণ্টা, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।