ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইলে দিনে ৫শ’ টাকার বেশি রিচার্জ নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
মোবাইলে দিনে ৫শ’ টাকার বেশি রিচার্জ নয়

ঢাকা: মোবাইল ফোনে প্রি-পেইড সংযোগে দিনে সর্বোচ্চ ৫০০ টাকার বেশি রিচার্জ করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মোবাইল অপারেটরদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।


 
গ্রাহকদের কম সংখ্যক সংযোগ ব্যবহারের জন্য বিটিআরসির এ নির্দেশনা। কারণ, অল্প অল্প করে রিচার্জ করে বেশি সিম ব্যবহার করে থাকেন গ্রাহকেরা।
 
তবে পোস্ট-পেইড গ্রাহকদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য নয়।
 
বিটিআরসির চিঠিতে আরও বলা হয়, একজন প্রি-পেইড গ্রাহক সর্বোচ্চ ৫ হাজার টাকা ব্যালেন্স রাখতে পারবেন।
 
প্রি-পেইড গ্রাহকেরা মাসে ১ হাজার টাকা ব্যালেন্স ট্রান্সফার এবং দিনে ৩০০ টাকার বেশি ট্রান্সফার করতে পারবেন না।
 
বিটিআরসি চেয়ারম্যান জানান, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করবে অপারেটররা।
 
এর আগে ২০০৮ সালের একটি নির্দেশনায় একবার সর্বোচ্চ ১ হাজার টাকা রিচার্জ করার নিয়ম থাকলেও প্রতিদিনের রিচার্জ সীমা নির্ধারণ ছিল না।
 
আগেও প্রতি মাসে ব্যালেন্স ট্রান্সফার ছিল ১ হাজার টাকা, আর প্রতিদিন ব্যালেন্স ট্রান্সফার করা যেত ১০০ টাকা, এখন তা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।
 
বিটিআরসির সর্বশেষ নভেম্বর মাসের তথ্যানুযায়ী, ছয়টি মোবাইল অপারেটরের মোট গ্রাহক ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার।
 
এর ৯৮ শতাংশই প্রি-পেইড গ্রাহক বলে জানিয়েছে বিটিআরসি।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫/আপডেট: ১৭৫৬ ঘণ্টা
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।