ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি’র নেটওয়ার্ক সম্প্রসারণে বিনিয়োগ করছে আইএফসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
রবি’র নেটওয়ার্ক সম্প্রসারণে বিনিয়োগ করছে আইএফসি

ঢাকা: বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি’র নেটওয়ার্ক সম্প্রসারণে বিনিয়োগ করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)।

রোববার (২০ ডিসেম্বর) এ উপলক্ষে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যৌথ ঘোষণা দেওয়া হবে।



প্রায় ৯৯ মিলিয়ন ডলার ঋণ হিসেবে বিনিয়োগ করবে আইএফসি, বালানিউজকে জানিয়েছেন রবি’র সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

তিনি জানান, মোটা অঙ্কের এই বিনিয়োগের ফলে মোবাইল অপারেটরের রবি’র নেটওয়ার্ক সেবার মান আরও উন্নত হবে।

মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকরপোরেশনের একটি যৌথ উদ্যোগ রবি আজিয়াটা লিমিটেড।

রাজস্বের বিবেচনায় রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর, যার গ্রাহক সংখ্যা সেপ্টেম্বর মাস পর্যন্ত ২ কোটি ৮৪ লাখ।

১৩ হাজার ২৬০টি ২.৫জি বিটিএস ও ২ হাজার ৯৫০টি ৩.৫জি বিটিএস নিয়ে দেশের প্রায় ৯৯ শতাংশ জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত বলে দাবি করে রবি।

প্রতিষ্ঠানটি বলছে, রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে, যা ২০০টি দেশে ৬০০টি’র বেশি অপারেটরকে সংযুক্ত করেছে।

রবি দেশের প্রথম অপারেটর হিসেবে জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে।

মূলধন-নির্ভর টেলিকম খাতে মানসম্পন্ন সেবার জন্য প্রতিনিয়ত প্রযুক্তিগত আপগ্রেড করার লক্ষ্যে এই আইএফসি’র বিনিয়োগ বলে জানান কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।