ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অভিনব নকিয়া ‘এন৮’ আসছে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১১
অভিনব নকিয়া ‘এন৮’ আসছে

নতুন ক্যামেরাযুক্ত এন৮ মডেল বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে নকিয়া। ৩০এফপিএস ভিডিও রেকর্ডিং সুবিধাসহ বেশ কিছু নতুন অ্যাপলিকেশনসহ এ মডেল নকিয়ার পরবর্তী আকর্ষণ।

নকিয়া সূত্র এ তথ্য জানিয়েছে।

শুরু থেকেই তীব্র বাজার প্রতিযোগিতায় পড়তে হয়েছে নকিয়া এন৮ মডেলকে। তবে প্রতিদ্বন্দী অ্যান্ড্রুয়েডের সমক্যতা পাওয়া যায়নি।

অন্যদিকে নকিয়ার আধুনিক সংস্করণের ১২এমপি ক্যামেরাযুক্ত হ্যান্ডসেট বাজারের বাকি ফোনগুলোর মধ্যে অন্যতম। কিন্তু দূর্ভাগ্যবশত এটি শীর্ষ স্মার্টফোনের তালিকায় স্থান নিতে পারেনি। কারণ এ ফোনে অপ্রতুল ফিচারের অভিযোগ তুলেছে ভোক্তারা।

এবার ‘সিমবিয়ান এনা’ অপারেটিং সিস্টেমের এন৮ মডেলের মানোন্নয়ন করা হয়েছে। এখানে নিরবিচ্ছিন্ন ওয়েব ব্রাউজিং কার্যক্রম সম্পাদনা করা যায়। সূত্র মতে, এ ফোনের গুণগত মান নিশ্চিতে ক্রমান্বয়ে আরও কিছু প্রয়োজনীয় পরিবর্তন আসতে পারে।

নকিয়ার ক্যামেরা বিশেষজ্ঞ ডেমিন ডিনিং জানান, এ মডেলটি ক্যামেরার গুণগত মান নিশ্চিত করে। কারণ এ হ্যান্ডসেটে ৩০এফপিএস ভিডিও রেকর্ডিং সুবিধা আছে।

এ মুহূর্তে এন৮ মডেল ২৪এফপিএস পদ্ধতিতে ৭২০পি এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম। তবে ৩০এফপিএস পদ্ধতির অনেক হ্যান্ডসেট এখন বাজারে। তাই এন৮ ব্যবহারকারীদের জন্য এটা বাড়তি কোনো চমক নয়।

ডিনিং বলেন, এন৮ মডেলে সুনির্দিষ্ট কিছু চমকপ্রদ বিষয় আনা হচ্ছে। যদিও এসব সুবিধা পেতে ব্যবহারকারীদের এনা কোড থাকতে হবে।

উল্লেখ্য, এন৮ ক্যামারায় আরও আছে কন্টিনিউয়াস অটোফোকাস সিস্টেম। এরই মধ্যে নকিয়া অভি স্টোরে এ অ্যাপলিকেশন পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময় ১৮৩২ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।