ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বের প্রথম ওয়েবসাইটের ২৫ বছর পূর্তি

তথ্য-প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বিশ্বের প্রথম ওয়েবসাইটের ২৫ বছর পূর্তি

ঢাকা: সোমবার (২১ ডিসেম্বর) ছিলো বিশ্বের সর্বপ্রথম ওয়েবসাইটের ২৫তম জন্মদিন। ১৯৯০ সালের এই দিনে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী বার্নার্স-লি এ ওয়েবসাইটটি তৈরি করেন।



ডেইলি টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, প্রথম ওয়েবসাইটের ঠিকানা info.cern.ch.

ওয়েবসাইটি এখনও সচল অবস্থায় রয়েছে।


১৯৯০ সালে ওয়েবসাইটি তৈরির সময় বানার্স-লি (৬০) ছিলেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সিইআরএন) গবেষক।
 
লি নির্মিত ওয়েবসাইটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কিত তথ্য সরবরাহ করতো।

তথ্য আদান-প্রদানকারী মাধ্যম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার হয় ১৯৮৯ সালে।


বার্নার্স লি তার প্রথম ওয়েবসাইটে বিশ্লেষণ করেছেন, কী করে সার্ভার সেটআপ করতে হয় ও অন্যদের শেয়ার করা কনটেন্ট অ্যাকসেস করতে হয়।
 
যখন info.cern.ch. আবিষ্কার হয় তখন ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশই ছিলো প্রতিরক্ষা সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

লি’র এ নতুন প্রস্তাবনার মাধ্যমে সহজে ইলেক্ট্রনিক ডকুমেন্ট অনুসন্ধান ও শেয়ার করা যেতো।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।