ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তেজগাঁও এসিআই সেন্টারে গ্রামীণফোনের কিয়স্ক সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
তেজগাঁও এসিআই সেন্টারে গ্রামীণফোনের কিয়স্ক সার্ভিস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এন্টারপ্রাইজ সার্ভিস কিয়স্কের উদ্বোধন করেছে গ্রামীণফোন।

এসিআই সেন্টারে সার্ভিস কিয়স্কটির উদ্বোধন করেন এসিআই লি. এর কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক সীমা আবেদ রহমান।



সদ্য চালু হওয়া গ্রামীণফোনের এ সেবার মাধ্যমে এসিআই লিমিটেডের বিজনেস সল্যুশন গ্রাহকরা তাৎক্ষণিক সিম রিপ্লেসমেন্ট করতে পারবেন। এছাড়াও তাৎক্ষণিকভাবে প্রয়োজন এমন সব সেবাসহ বিল পরিশোধের সুবিধা পাবেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম, হাই ভ্যালু কি অ্যাকাউন্টসের প্রধান সাদ এম ফয়জুল করিম, টেলি সেলস অ্যান্ড বিজনেস সার্ভিস ম্যানেজমেন্টের প্রধান তৌহিদ রিয়াজ, কি অ্যাকাউন্ট ম্যানেজার জাবেদ মো. চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এমআইএইচ/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।