ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচপির কোরআই৭ ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০১১
এইচপির কোরআই৭ ল্যাপটপ

এইচপি প্যাভেলিয়ন সিরিজের ‘ডিভি৬-৬০১১টিএক্স’ মডেলের দ্বিতীয় প্রজন্মের কোরআই৭ ল্যাপটপ এখন দেশে। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।



এ ল্যাপটপের বৈশিষ্ট্য ইন্টেল কোরআই৭ এর ২৬৩০ কিউএম প্রসেসর, ৬ মেগাবাইট এল৩ ক্যাশ মেমোরি, ৩২  এনএম প্রযুক্তি, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম (৮ গিগাবাইট পর্যন্ত বর্ধনযোগ্য) এবং ৬৪০ গিগাবাইট হার্ডডিস্ক।

অন্য সব বৈশিষ্ট্যের মধ্যে আছে এটিআই রেডিয়ন ডেডিকেটেড এইচডি গ্রাফিক্স কার্ড, হাইডেফিনিশন ওয়েব ক্যাম, বিটস অডিও, ১৫.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে, সুপার মাল্টি ডিভিডি রাইটার এবং প্রকৃত উইন্ডোজ৭ হোম প্রিমিয়াম সংস্করণ।

ল্যাপটপের বাহিরের আবরণ ব্ল্যাক অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামে তৈরি। সঙ্গে থাকছে ল্যাপটপ ক্যারিং কেস। আর এক বছরের বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে দাম ৮৭ হাজার ৫০০ টাকা। অনুসন্ধানে: স্মার্ট টেকনোলজি বিডি। হ্যালো: ০১৭৩০ ৭০১৯১০।

বাংলাদেশ সময় ১৮৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।