ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্লাউড সেবায় স্যামসাং

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ১৮, ২০১১
ক্লাউড সেবায় স্যামসাং

এ মুহূর্তে অনলাইনে ক্লাউড সেবার জনপ্রিয়তা তুঙ্গে। বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুতই এ সেবা চালুর উদ্যোগ নিয়েছে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে গুগল, অ্যামাজন এবং অ্যাপল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সেবা চালুর ঘোষণা দিয়েছে। এ মুহূর্তে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগুরু স্যামসাং এ পথে এগুচ্ছে। ভবিষ্যতের স্যামসাং ট্যাবলেট এবং স্মার্টফোনে ‘ওয়েব সেন্ট্রি কাউড’ সার্ভিস চালুর পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।

আসছে সেপ্টেম্বরে স্যামসাং এর আনুষ্ঠানিক প্রদর্শন করতে পারে। এসময় এর কার্যপ্রণালী সম্পর্কেও সুস্পষ্ট ধারণা দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, স্যামসাংয়ের ওয়েব সেন্ট্রি অন্য সেবার চেয়ে ভিন্ন। এর ব্যবহারকারীরা কাউড সার্ভারে ফাইল সংরক্ষণ এবং শেয়ারের সুযোগ পাবেন।

এমনকি যারা ব্যবহারকারীর কনটেন্ট দেখবেন তাদেরও নিয়ন্ত্রণে রাখা যাবে। স্যামসাং স্মার্ট টিভি কনটেন্ট বিনিময়ের ফলে ব্যবহারকারীরা তাদের ভিডিও, পছন্দের গান ছাড়াও ডকুমেন্ট পড়ার সুযোগ পাবেন।

গুগল এবং স্যামসাং ঘনিষ্টভাবে একে অন্যের ওয়েব সেন্ট্রি সার্ভিস পরিচালনায় যৌথ উদ্যোগে কাজ করছে। তাই স্যামসাংও এ সুযোগ হাতছাড়া করতে চাইছে না।

এদিকে স্যামসাং স্মার্ট টিভির পরিপূর্ণতা দিতে নতুন মাত্রা যুক্ত করবে। নিডললেসের মতে, অ্যাপল এবং অ্যামাজন অবশ্যই স্যামসাংয়ের এ সেবার প্রতি প্রখর দৃষ্টি রাখবে। কারণ অ্যাপলের আইকাউড এবং অ্যামাজন প্রতিদ্বন্দ্বী হিসেবে স্যামসাং এ বাজারে প্রবেশ করছে।

বাংলাদেশ সময় ২০০৮ ঘণ্টা, জুন ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।