ঢাকা: চারদিনের মাথায় রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় বিটিআরসি’র ওয়েবসাইটে আগের বিজ্ঞপ্তিটি বাতিল করার কথা জানানো হয়।
তবে কী কারণে বাতিল করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে সত্ত্বর পুনঃবিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা চাওয়া হয়েছিল, ৫৫ থেকে ৬৫ বছর। প্রতিমন্ত্রী চাইছেন, আরও কম বয়সের এমডিকে নিয়োগ দিতে যিনি লোকসানি এ প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে গতিশীল নেতৃত্ব দিতে পারবেন। তাই নিয়োগবিধি সংশোধন করে পুনঃবিজ্ঞপ্তি জারি করা হবে।
টেলিটকের এমডি পদে নিয়োগ দিতে গত ৩০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। বিজ্ঞপ্তিতে প্রার্থীর যোগ্যতা হিসেবে ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ বা সমমানের ডিগ্রির বাধ্যবাধকতা রাখা হয়।
পাশাপাশি টেলিকম সেক্টরে ন্যূনতম ২০ বছর কাজ করার অভিজ্ঞতার শর্তও দিয়েছিল বিটিআরসি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এমআইএইচ/এএসআর