ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০২১ সালের মধ্যে প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
২০২১ সালের মধ্যে প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা হবে।

সে লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে হাইটেক পার্ক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সে হিসেবে যশোর হাইটেক সফটওয়ার টেকনোলজি পার্ক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তরুণ-তরুণীর স্বপ্ন পূরণের গন্তব্য হবে।

রোববার (০৩ জানুয়ারি) যশোর সফটওয়ার টেনোলজি পার্কের নির্মাণাধীন ভবনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্কিল ডেভেলপমেন্ট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, সফটওয়ার রপ্তানিতে আগামি তিন বছরে তিন বিলিয়ন ডলার আয় হবে। ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি প্রকল্প এখন স্বপ্ন নয়, বাস্তব।

প্রতিমন্ত্রী আরো বলেন, যশোর সফটওয়ার পার্কে ১০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। চলতি বছরেই যশোর সফটওয়ার টেকনোলজি পার্ক চালু হলে মডেল হিসেবে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।

জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর প্রল্পের পরিচালক এএনএম সফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর সফটওয়ার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

অনুষ্ঠান শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যশোর সফটওয়ার টেকনোলজি পার্কের নির্মাণকাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আব্দুল মজিদ, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, যশোর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ।
 
পরে বিকেলে কালেক্টরেট সভাকক্ষে “Bangladesh: The Next ICT Destination” শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।