সিলেট: বিভাগীয় নগরী সিলেটে শেষ হয়েছে দু’দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন ভূঁইয়া।
এর আগে বুধবার (১৩ জানুয়ারি) নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এই ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, বাংলাদেশ আজকে তথ্যপ্রযুক্তির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে। তথ্যপ্রযুক্তিকে জনগণের আরও কাছে পৌঁছে দিতেই এমন আয়োজন করা হচ্ছে। এছাড়াও এসব মেলা তরুণদের উদ্ভাবনী শক্তি উপস্থাপনের অন্যতম প্লাটফর্ম।
এছাড়াও তরুণদের ডিজিটাল উদ্ভাবনে শ্রেষ্টত্ব অর্জনের মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানান তিনি ।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সমন্বয়ক মানিক মাহমুদ, সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
মেলায় চারটি প্যাভিলিয়নে ই-সেবা, শিক্ষা, ই-কমার্স এবং তরুণ উদ্ভাবক-প্রদর্শনী ও প্রতিযোগিতা ক্যাটাগরিতে মোট ৪২টি স্টল ছিল।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম আয়োজিত ১০টি সামাজিক সমস্যা সমাধানের জন্য ‘সলভ-এ-থোন’ প্রতিযোগিতার প্রথম রাউন্ড এবারের উদ্ভাবনী মেলায় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এএএন/আরএইচএস