ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেরপুরে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
শেরপুরে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

শেরপুর: জনসেবা ত্বরান্বিত করার লক্ষ্যে শেরপুরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়।

ৠালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি সার্বিক) অঞ্জন চন্দ্র পাল।

শেরপুর সরকারি কলেজে অনুষ্ঠিত এ মেলা উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক। এ সময় অন্যানের মধ্যে কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান, জেলা প্রশাসক (ডিসি) ডা.এম এ পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ বক্তব্য রাখেন।


উদ্বোধন শেষে হুইপ আতিউর রহমান আতিক অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এবারের মেলায় ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও আইটি ক্লাব অংশ নেয়। এসব স্টলে অনলাইন কুইজ, ই-সেবা সংক্রান্ত প্রামান্য অনুষ্ঠান, আউট সোর্সিং বিষয়ক সেমিনার, বিতর্ক প্রতিযোগীতাসহ বিভিন্ন বিষয় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।