ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল গ্রাহক ১৩ কোটি ৩৭ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
মোবাইল গ্রাহক ১৩ কোটি ৩৭ লাখ

ঢাকা: দেশে ছয়টি মোবাইল অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নভেম্বর মাসে মোবাইল গ্রাহক ছিলেন ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার।


 
বিটিআরসি’র ডিসেম্বর মাসের হিসেবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার, নভেম্বর মাসে ছিলেন ৫ কোটি ৩৯ লাখ ৪১ হাজার।
 
সোমবার (১৮ জানুয়ারি) বিটিআরসি’র প্রতিবেদনে দেখা যায়, মোবাইল অপারেটরদের মধ্যে গ্রামীনফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার, নভেম্বরে ছিলেন ৫ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার।
 
বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার, আগের মাসে ছিলেন ৩ কোটি ২৯ লাখ ৫৬ হাজার।
 
রবি’র গ্রাহক ২ কোটি ৮৩ লাখ ১৭ হাজার, আগের মাসে ছিলেন ২ কোটি ৮২ লাখ ৯৬ হাজার।
 
এয়ারটেলের গ্রাহক সংখ্যা ১ কোটি ৭ লাখ ১০ হাজার, নভেম্বরে যা ছিল ১ কোটি ৩ লাখ ৪৫ হাজার।
 
সিটিসেলের গ্রাহক ১০ লাখ ৩৪ হাজার থেকে কমে হয়েছে ১০ লাখ ৭ হাজার, অক্টোবরে যা ছিল ১০ লাখ ৮৯ হাজার।
 
আর টেলিটকের গ্রাহক নভেম্বরের ৪০ লাখ ৫৭ হাজার থেকে বেড়ে হয়েছে ৪১ লাখ ৪৩ হাজার। অক্টোবরে গ্রাহক ছিলেন ৪১ লাখ ৪১ হাজার।
 
মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটি ১৪ লাখ ৫৩ হাজার, নভেম্বরে যা ছিল ৫ কোটি ১৪ লাখ ৬৮ হাজার।
 
ওয়াইম্যাক্স গ্রাহক ১ লাখ ৪৮ হাজার, আগের মাসে ১ লাখ ৫৪ হাজার।
 
আইএসপি ও পিএসটিএন গ্রাহক ২৫ লাখ ১৮ হাজার, নভেম্বরে ছিলেন ২৩ লাখ ১৮ হাজার, তার আগের মাসে তা ছিল ২১ লাখ ৬৮ হাজার।
 
৯০ দিন সক্রিয় থাকার হিসেবে প্রতিবেদন প্রকাশ করে বিটিআরসি।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।