গোপালগঞ্জ: ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব’- এ গোপালগঞ্জ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাটের সরকারি পিসি কলেজ। এতে রানার্স আপ হয়েছে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ।
শুক্রবার (২২ জানুয়ারি) সরকারি বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ উৎসব । এতে অংশগ্রহণ করেন গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, মাদারিপুর জেলার বিতার্কিকরা।
দিনভর বিতর্ক শেষে নির্বাচন করা হয় গোপালগঞ্জ অঞ্চলের চ্যাম্পিয়ন। এরপর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- বেগ শোয়াইব আহমেদ, আকিব রহমান খান, শেখ ইজাজুর রহমান। রানার্স আপ দলের সদস্যরা হলেন- ফয়সাল মিনা, সাব্বির চৌধুরী, মেহেদী হাসান। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আকিব রহমান খান।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
তিনি বলেন, আইসিটি ডিবেটের মাধ্যমে তরুণদের মাঝে তথ্য-প্রযুক্তির নানা বিষয় উন্মোচিত হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে কার্যক্রম আরো গতিশীল করা প্রয়োজন।
সরকারি বঙ্গবন্ধু কলেজর উপাধ্যক্ষ জিতেন্দ্রনাথ বালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহ-সভাপতি কামরুল হাসান ও ক্যাম্পাস টু ক্যারিয়ারের সংগঠক শেখ হাসান হায়দার।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেডএস