ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনায় শহীদ হাদিস পার্কে ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
খুলনায় শহীদ হাদিস পার্কে ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ব্যবস্থাপনায় শহীদ হাদিস পার্কে ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে এ ওয়াই-ফাই জোনের উদ্বোধন করেন কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাষ।



ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাষ বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং কেসিসির প্রদত্ত সেবা জানানোর লক্ষ্যে এ ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে।

এছাড়াও নগরবাসীর মর্যাদা ও সম্মান সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ শহরকে ডিজিটালাইজড করার পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী রেখে যেতে চাই। পর্যায়ক্রমে নগরীর ওয়ার্ড কাউন্সিলর অফিস, শিববাড়ী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ওয়াই-ফাই চালু করা হবে।

কেসিসির আইসিটি স্থায়ী কমিটির সভাপতি ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুব কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ এবং রুমা খাতুন।

অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এমআরএম/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।