ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চলছে জাতীয় হ্যাকাথনের নিবন্ধন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
চলছে জাতীয় হ্যাকাথনের নিবন্ধন

দেশের প্রোগ্রামার ও অ্যাপ নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে  জাতীয় হ্যাকাথন ২০১৬।   টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নির্বাচিত দশটি বিষয় নিয়ে আয়োজনটি করছে তথ্যপ্রযুক্তি বিভাগ।



অংশগ্রহনে ইচ্ছুক বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে দলগতভাবে নিবন্ধন করতে হবে। একটি দলে সর্বোচ্চ ছয় জন থাকতে পারবেন। নিবন্ধনের জন্য যেতে হবে এই http://hackathon.ictd.gov.bd/ লিংকে।

উল্লেখ্য, কৃষি উৎপাদন, নবজাতক ও শিশু, সড়ক দূর্ঘটনা, শিক্ষায় মানসম্মত শিক্ষক, নারীর বির’দ্ধে সহিংসতা, জ্বালানি সক্ষমতা, শহরের পরিবেশ, টেকসই পর্যটন, সামুদ্রিক সম্পদ ও দূর্নীতি এই দশটি বিষয়ে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা কীভাবে প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করা যায় তার সমাধান খুঁজে বের করতে হবে প্রতিযোগিদের।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে হ্যাকাথন ম্যারাথন কোডিং ইভেন্ট হিসেবে পরিচিত। হ্যাকাথনে ডেভেলপারদের দক্ষতা দেখানোর সুযোগ তৈরি হয়।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।