ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩১ হাজার টাকায় তোশিবা ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ২৬, ২০১১
৩১ হাজার টাকায় তোশিবা ল্যাপটপ

তোশিবার স্যাটেলাইট ‘সি৬৬০-১০০১ইউ’ মডেলের সেলেরন ল্যাপটপে দেওয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি এলইডি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ ল্যাপটপের বৈশিষ্ট্য ২.১ গিগাহার্টজ গতির সেলেরন প্রসেসর, ৮০০ মেগাহার্টজ এফএসবি স্পিড, ১ মেগাবাইট ক্যাশ মেমোরি, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম এবং ৩২০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক।

আর বিনোদনে আছে সুপার মাল্টি ডাবল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, টু ইন ওয়ান কার্ড রিডার এবং স্টেরিও স্পিকার সুবিধা।

সঙ্গে থাকছে ক্যারিং ব্যাগ। পার্টস এবং ব্যাটারিতে থাকছে বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে মূল্যছাড়সহ দাম ৩১ হাজার ৪৯৯ টাকা। অনুসন্ধানে: স্মার্ট টেকনোলজি বিডি। হ্যালো: ০১৭৩০ ৩১৭৭৫৯।

বাংলাদেশ সময় ১৭০৮ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।