ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সব অপারেটরের অডিটের পক্ষে টেলিযোগাযোগ বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
সব অপারেটরের অডিটের পক্ষে টেলিযোগাযোগ বিভাগ

ঢাকা: দেশের সকল মোবাইল অপারেটরের ওপর অডিট (নিরীক্ষা) করার পক্ষে মত দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং সচিব ফয়জুর রহমান চৌধুরী।
 
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ অভিমত দেন।



এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সব অপারেটরের অডিট করতে হবে, আমাদের শত্রু-মিত্র বলে কিছু নেই। সবাই সমান।
 
তিনি বলেন, আমার কথা হচ্ছে অডিট যদি করতে হয় সেক্ষেত্রে সবার অডিট করতে হবে। একজনের হবে, আরেকজনের হবে না, এক্ষেত্রে আমার মতে এমন করার সুযোগ নেই।
 
রেগুলেটর সব অপারেটরের অডিট করবে, আইনে এমন বাধ্যবাধকতা রয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সচিব ফয়জুর রহমান বলেন, সবারটাই হবে (অডিট)।
 
প্রতিমন্ত্রী বলেন, একজন আইনজীবী হিসেবে বলতে চাই। আদালত যদি কারও নিয়োগ বাতিল করে, তাহলে তার যেটি প্রোডাক্ট, তাও বাতিল হয়ে যায়। তবে আবারও বলছি, এটি আমি আইনজীবী হিসেবে বলছি, প্রতিমন্ত্রী হিসেবে এখানে আমি চুপ।
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।