ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ২০১৬-২০১৭ অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নে ই-কমার্স খাতের জন্য বেশকিছু সুপারিশ প্রদান করেছে। সুত্র মতে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে সুপারিশগুলো পেশ করে ই-ক্যাব।
সুপারিশগুলো হচ্ছে ই-কমার্স সেক্টর থেকে ২০২৫ সাল অবধি সকল প্রকার ট্যাক্স মওকুফ করা, মাধ্যমটিতে লেনদেনের উপর সকল প্রকার ব্যাংকিং চার্জ ১ শতাংশের নিচে করা, ই-কমার্সের জন্য ট্রেড লাইসেন্স ফি ৩০০০ টাকার নিচে করা।
বাংলাদেশে ই-কমার্স খাতকে এগিয়ে নিতে এসব সুপারিশ বাস্তবায়ন অতীব জরুরী বলে মনে করছে ই-ক্যাব।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসজেডএম