ময়মনসিংহ: ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো শুরু হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে এক্সপো’র উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।
বাংলাদেশ কম্পিউটার সমিতি ময়মনসিংহ জেলা শাখা এ ডিজিটাল এক্সপো’র আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার, সংগঠনের যুগ্ম মহাসচিব ওয়াহিদুজ্জামান ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শাহীন মোহাম্মদ আসিফ প্রমুখ।
বাংলাদেশ কম্পিউটার সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শাহীন মোহাম্মদ আসিফ বাংলানিউজকে জানান, ডিজিটাল এক্সপোতে মোট ৫২টি স্টল স্থান পেয়েছে। এতে প্যাভিলিয়ন সাতটি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এএটি/জেডএস