সাধারন মানুষের দোরগোড়ায় উদ্ভাবনী প্রযুক্তি সেবা পৌঁছে দিতে দেশের পথিকৃত প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এবার দেশের বাজারে নিয়ে এসেছে নবায়নযোগ্য সৌরশক্তি সুবিধার ভ্রাম্যমান ‘সোলার প্যাক’।
ব্যবহার বান্ধব সোলার পাওয়ার সাপ্লাইটি কেবল বিদ্যুতের বাড়তি খরচাই বাঁচায় না।
প্রোলিংক পিএস৮০এম মডেলের এই সোলার প্যাক আলোকরশ্মীর পাশাপাশি মাইক্রোইউএসবি পোর্টের মাধ্যমেও চার্জ করা যায়। এর ব্যাটারি ক্ষমতা ৪৪০০ এমএএইচ ।
সঙ্গে রয়েছে বহনযোগ্য আয়তাকার আকারের (৫*৯ ইঞ্চি) সোল্যার প্যানেল। আর অন্ধকারকে আলোয় রাঙাতে এর সঙ্গে রয়েছে দুইটি এলইডি বাল্ব।
পুরোপুরিভাবে একবার চার্জে বাল্বটি ১৬ ঘণ্টা পর্যন্ত আলো দেয়।
ঝুলন্ত বাতি ছাড়াও সোলার প্যাকটিতে বিল্টইন রয়েছে আরও একটি এলইডি বাল্ব। তাই চাইলে এটি টেবিল বাতি হিসেবেও ব্যবহার করা যায়।
দুই হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে এটি।
আগ্রহীরা www.computersourcebd.com এই ঠিকানায় অভিনব প্রযুক্তির সোলার প্যাকটি সম্পর্কে আরো জানতে পারবেন।
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসজেডএম