ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় শুরু হয়েছে ‘ডট কম ফেস্ট’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ঢাকায় শুরু হয়েছে ‘ডট কম ফেস্ট’

বাংলাদেশের ভালো ই-কমার্স সাইট থেকে অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কেনাকাটা করা হলে সকল ট্রানজেকশন ব্যাংকের গেটওয়ের মাধ্যমে পরিচালিত হয়। এক্ষেত্রে ঐ ই-কমার্স সাইটের কাছে কার্ডের কোনো তথ্য সংরক্ষিত থাকে না।

এছাড়া টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম রয়েছে। তাই বেসিস সদস্যভুক্ত দেশের ভালোমানের ই-কমার্স সাইট থেকে কেনাকাটা খুবই নিরাপদ।

বৃহস্পতিবার ইভেন্ট প্রমোশন ও টিকেটিং প্লাটফর্ম হ্যালোইভেন্টজ ডটকম ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জুম মাল্টিমিডিয়া আয়োজিত  ‘ডট কম ফেস্ট’ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান এসব বলেন।

দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতকে এগিয়ে নিতে বেসিস সরকারের সঙ্গে যৌথভাবে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু, টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা চালু, ভ্যাট প্রত্যাহার, কর্পোরেট ট্যাক্স মওকুফসহ বিভিন্ন ধরণের পলিসি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি।   


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, হ্যালোইভেন্টজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান এবং অন্তর শোবিজের পরিচালক তানভিন রাফিক।

অনুষ্ঠানে মেলার অন্যতম আয়োজক হ্যালোইভেন্টজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বলেন, হ্যালোইভেন্টজ মূলত এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ইভেন্ট অনুসন্ধানীরা সারাদেশে কবে, কোথায় এবং কখন কি ইভেন্ট হচ্ছে তার খোঁজ খবর পান। হ্যালো ইভেন্টজ সবসময় নতুন কিছু নিয়ে ভাবে এবং তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করে। যেকোন ইতিবাচক পরিবর্তন ও উদ্যোগের সাথে আমরা আছি ও ভবিষ্যতেও থাকবো।

তিনি আরো বলেন, ই-কমার্স ব্যবসাকে তরুদের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ডট কম ফেস্টের আয়োজন করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এতে প্রদর্শনীর পাশাপাশি ই-কমার্স খাতের সচেতনতা, প্রচারণা, বিজনেস মডেল, লজিস্টিকসহ বিভিন্ন বিষয়ে তিনটি আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।