ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেকসই আর্থিক সেবা গড়ে তুলতে ‘পেমেন্ট ডিজিটাইজেশন প্ল্যানিং’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
টেকসই আর্থিক সেবা গড়ে তুলতে ‘পেমেন্ট ডিজিটাইজেশন প্ল্যানিং’

ঢাকা: স্বল্প মূল্যে সহজ ও টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাজের সব শ্রেণীর মানুষকে উপযোগী আর্থিক সেবা দিতে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম আর্থিক সেবাভুক্তি (ফিন্যানশিয়াল ইনক্লুশন ই-এফআই) কার্যক্রম গ্রহণ করেছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বেটার দ্যান ক্যাশ অ্যালিয়েন্সয়ের সহযোগিতায় ‘পেমেন্ট ডিজিটাইজেশন প্ল্যানিং’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনে এ তথ্য জানানো হয়।



যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম, অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

কর্মশালায় ইলেকট্রনিক পেমেন্টের সুবিধা, চ্যালেঞ্জ ও ধাপসমূহ আলোচনার পাশাপাশি এ সংক্রান্ত কাজে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা।

এটুআই জানায়, বাংলাদেশ প্রতি বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসহ বিভিন্ন প্রকল্পের আওতায় বিপুল পরিমাণ নগদ অর্থ সহায়তা দিয়ে থাকে। এ আর্থিক সহায়তা ইলেকট্রনিক উপায়ে দেওয়া হলে তা আর্থিক সেবাভুক্তির কার্যক্রমকে ত্বরান্বিত করবে।

শুধু তাই না, ইলেকট্রনিক পেমেন্টে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানগুলোকেও দক্ষ ও স্বচ্ছ করে তুলবে।

এটুআই আরও জানায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৭ হাজার বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীকে ডাক বিভাগের পোস্টাল ক্যাশকার্ডের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ভাতা প্রদান কার্যক্রম চালু হয়েছে।

এর আওতায় সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রেমিটেন্স এবং ই-কমার্সের পেমেন্ট ডিজিটাল করতে সরকার কাজ করবে। প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশদারিত্বের মাধ্যমে দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসারও প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর, আন্তজার্তিক সংস্থা, উন্নয়ন সহযোগী, এনজিও, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল টেলিকম অপারেটর কোম্পানির কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস এবং বেটার দ্যান ক্যাশ অ্যালিয়েন্সয়ের প্রোগ্রাম ম্যানেজার মাইকেল জয়েশ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এমএইচপি/আরএইচএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।