ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল জীবনধারায় বরিশালের তরুণরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
ডিজিটাল জীবনধারায় বরিশালের তরুণরা

ঢাকা: ইন্টারনেট সম্পর্কে সচেতনতা তৈরি ও এর সঠিক ব্যবহারের মাধ্যমে জীবন-মানের উন্নয়ন সম্ভাবনা জানাতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড চালু করেছে ‘ইন্টারনেট ফর ইউ’।

রবি’র কর্পোরেট রেসপন্সিবিলিটি কর্মসূচির আওতায় ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল জীবনধারার উন্নয়ন সম্পর্কে সম্প্রতি বরিশালের দু’টি কলেজে ‘ইন্টারনেট ফর ইউ সেশন’ অনুষ্ঠিত হয়।



বরিশাল বিশ্ববিদ্যালয় ও অমৃত লাল দে কলেজের প্রায় ২০০ শিক্ষার্থী এ সেশন দু’টিতে অংশগ্রহণ করেছেন বলে বৃহস্পতিবার (০৩ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।

‘ইন্টারনেট ফর ইউ’ সেশনগুলোতে অনলাইন শিক্ষা প্লাটফর্ম ‘১০ মিনিট স্কুল’র সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ প্লাটফর্মের মাধ্যমে কীভাবে মাত্র ১০ মিনিটে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাক্রমের আওতায় তাদের জ্ঞানের পরিধি যাচাই করতে পারবে এবং মক অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবেন তা জানানো হয়। পাশাপশি শিক্ষার্থীদের জনপ্রিয় জ্ঞানভিত্তিক অনলাইন লেকচার প্লাটফর্ম টেড টকস সম্পর্কেও জানানো হয়, যার মাধ্যমে তারা সারা বিশ্বের উদ্ভাবক এবং চিন্তাবিদদের কাছ থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে তাদের সম্ভাবনার সীমানা ছাড়িয়ে যেতে পারবেন।  

সেশনগুলোতে বিখ্যাত ব্যক্তিদের জীবনধারা সম্পর্কে আলোচনা করা হয়, যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবনকে পরিবর্তন করেছেন। শিক্ষার্থীদের তাদের প্রিয় ব্যক্তিত্ব এবং পছন্দের কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা বিখ্যাত ব্যক্তিদের ভাগ্য পরিবর্তনের বিষয়ে জানতে পারেন।

এছাড়া ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কেও সেশনগুলোতে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের অভিভাবকের কাছে কিছু না লুকিয়ে তাদেরকেও ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়া হয়, যাতে করে একটি নিরাপদ র্ভাচুয়াল পরিবেশ বজায় থাকে।

রবি’র ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেস্পনসিবিলিটি) ইকরাম কবির বলেন, বরিশালে ‘ইন্টারনেট ফর ইউ’ সেশনে তারুণ্যের সক্রিয় অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে। তরুণদের মাঝে ইন্টারনেটের জন্য উদ্দীপনা দেশের জন্য সম্পদ। একটি দায়িত্বশীল অপারেটর হিসাবে আমরা ইন্টারনেটকে ঘিরে এ ইতিবাচক শক্তিকে সঠিক দিকে পরিচালিত করতে চাই।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।