ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আইসিটি এক্সপো’তে স্মার্ট পরিবেশিত পণ্যে চমক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
‘আইসিটি এক্সপো’তে স্মার্ট পরিবেশিত পণ্যে চমক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃহস্পতিবার (০৩ মার্চ) থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬। তিন দিনের এই প্রদর্শনীতে প্রযুক্তিপ্রেমী এবং ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে চমকপ্রদ সব অফার নিয়ে অংশগ্রহন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।



প্রদর্শনীর স্মার্ট প্যাভিলিয়ন থেকে এইচপি ল্যাপটপ কিনলেই ক্রেতাদের জন্য থাকছে একটি ওয়্যারলেস মাউস ও শপিং ভাউচার, ডেল ল্যাপটপে আকর্ষনীয় টি-শার্ট ও শপিং ভাউচার, স্যামসাং প্রিন্টার ও মনিটরের সাথে একটি করে কফি মগ, বেনকিউ প্রজেক্টরের সাথে একটি প্রজেক্টর স্ক্রীন, এক্সটিম স্পীকারের সাথে থাকছে আকর্ষনীয় টি-শার্ট।

এছাড়া অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষনীয় টারগাস ল্যাপডেস্ক ফ্রি। প্রতিষ্ঠানটি আকর্ষনীয় এসব অফার ছাড়াও মূল্যছাড় দিচ্ছে।
 
টুইনমস, কোরশেয়ার, পিএনওয়াই, পাওয়ারপ্যাক, টারগাস, ডিলাক্স এবং তোশিবা ব্র্যান্ডের পণ্য কিনলে ২০ থেকে ৩০ শতাংস পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে।

এদিকে গেমারদের জন্য জি১ গেমিং কনটেস্টের আয়োজন করেছে গিগাবাইট।

বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ্ প্রদর্শনী শেষ হচ্ছে আগামী ০৫ মার্চ।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।