ঢাকা: বিনামূল্যে আইপি ফোনে কথা বলা, শেয়ারিংয়ের মাধ্যমে মোবাইল ও টেলিভিশনে ইন্টারনেট ব্যবহারসহ একাধিক সেবা পাওয়া যাচ্ছে স্মাইল ব্রডব্যান্ডের সংযোগে। দেশের প্রায় সব জায়গাতেই ব্রডব্যান্ডের ইন্টারনেট সংযোগ দিচ্ছে স্মাইল ব্রডব্যান্ড।
এভাবে হাতের মুঠোয় ইন্টারনেট সংযোগের মাধ্যমে নানামুখী সেবা দেওয়ায় ইতোমধ্যে গ্রাহকের আস্থাও অর্জন করেছে এ ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানটি।
শুক্রবার (০৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলা বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬ স্মাইল ব্রডব্যান্ডের কর্মকর্তারা এমন তথ্যই জানান।
বিআইসিসি’র দোতলায় সেলিব্রেটি হলের ১৪ নম্বর প্যাভিলিয়নে দেশের বৃহত্তম ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠান বিডিকম অনলাইনের স্মাইল ব্রডব্যান্ডের ১৪ নম্বর প্যাভিলিয়নটি পাওয়া যাবে। এখানে একঝাঁক তরুণ স্মাইল ব্রডব্যান্ডের নানা সেবা তুলে ধরছেন দর্শনার্থীদের কাছে।
প্যাভিলিয়নটিও সাজানো হয়েছে স্মাইল ব্রডব্যান্ডের পণ্য দিয়ে। ব্যতিক্রম সেবা দিতে `স্মাইল ব্রডব্যান্ড অ্যান্ড ফোন’ লেখা হলুদ রঙের বেলুন দেওয়া হচ্ছে দর্শনার্থীদের। প্রায় প্রতিটি মুহূর্তেই দর্শনার্থীদের ভিড় দেখা গেলো প্যাভিলিয়নটিতে। মেলা প্রাঙ্গণ ঘুরে বেলুন উপহার দিয়ে সবার মুখে হাসির ফুটিয়ে তুলছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
স্মাইল ব্রডব্যান্ড সংযোগের পাশাপাশি ডাটা কনেকটিভিটি, করপোরেট ইন্টারনেট, আইপি ফোন সার্ভিস, পরিবহন ট্র্যাকিং সিস্টেম, সিস্টেম ইন্ট্রিগ্রেশনের সেবাও দিয়ে যাচ্ছে বিডিকম অনলাইন।
দেশের বৃহৎ করপোরেট অফিস, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্মাইল ব্রডব্যান্ডের সেবা দেওয়া হচ্ছে। উন্নত প্রযুক্তিতে তৈরি ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে স্মাইল প্রতিটি মানুষের ঘরে ঘরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে।
‘একই মূল্যে, একই গতি’ স্লোগান নিয়ে সারা দেশে ব্রডব্যান্ডের সেবা দিচ্ছে স্মাইল ব্রডব্যান্ড। ডিজিটাল বাংলাদেশ গড়তেও সহযোগিতা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন জেলায় ইন্টারনেট সংযোগে সহায়তা করছে তারা।
স্মাইল ব্রডব্যান্ডের ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. দেলোয়ার হোসেন লিটন বলেন, শুরু থেকেই আমরা স্বল্প মূল্যে উন্নতমানের ইন্টারনেটের সেবা গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি। ফলে খুব দ্রুত গ্রাহকরা আমাদের ওপর আস্থা রেখে সেবা নেওয়া শুরু করেন। প্রতিবছরই বাড়ছে নতুন গ্রাহকের সেবা।
তিনি বলেন, আমাদের মতো আর অন্য কোনো প্রতিষ্ঠান ইন্টারনেট সংযোগের পাশাপাশি একাধিক সেবা দিতে পারছে না। কিন্তু আমরা দিতে পারছি। কেননা গ্রাহকের সন্তুষ্টিকে সামনে রেখেই আমাদের পথচলা।
স্মাইল ব্রডব্যান্ডের সিনিয়র এক্সিকিউটিভ মো. হাফিজুর রহমান বলেন, দীর্ঘ ১৯ বছর বিডিকম অনলাইন লিমিটেড এবং আট বছর ধরে স্মাইল ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবা দিয়ে আসছে। ফলে স্মাইল ব্রডব্যান্ডের কাছে সব সময়ই ভালো কিছু প্রত্যাশা করে। আর আমরা তাদের প্রত্যাশা পূরুণ করে যাচ্ছি।
প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চলছে এ মেলা। শনিবার (০৫ মার্চ ) পর্দা নামবে দেশের বৃহত্তম এ আইসিটি মেলার। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার সমিতি এ আয়োজন করেছে।
প্রযুক্তিপ্রেমীরা নিত্যনতুন প্রযুক্তির নানা পণ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন এ মেলার মাধ্যমে। মেলার পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে প্রযুক্তি বিষয়ক সেমিনার। যেখান থেকে নানা তথ্য ও নির্দেশনা পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
একে/টিআই
**শিশুরা আঁকলো ‘ডিজিটাল বাংলাদেশ’