ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘লাইন’। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) কোম্পানিটি ৩ বিলিয়ন ডলার (তিনশ’ কোটি) উত্তোলন করবে বলে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দক্ষিণ কোরিয়ার বৃহৎ ওয়েব পোর্টাল অপারেটর নাভির করপোরেশনের মালিকানাধীন ‘লাইন’ নিউইর্য়ক ও টোকিও শেয়ারবাজারে অর্ন্তভুক্ত হবে বলে জানিয়েছে সূত্র।
শিগগিরই পুঁজিবাজারে অর্ন্তভুক্তির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি, গোল্ডম্যান শ্যাসে, জেপি মরগান ও নোমুরি কাজ করছে বলে জানিয়েছে সূত্রটি।
নাভির করপোরেশনের এক কর্মকর্তা জানান, পুঁজিবাজারে অর্ন্তভুক্তির জন্য বিভিন্ন বিষয়ে নিয়ে বর্তমানে আলোচনা চলছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
জেডএস