ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি এক্সপো

নিউমেন প্যাভিলিয়নে মিলছে ৩০% ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
নিউমেন প্যাভিলিয়নে মিলছে ৩০% ছাড় ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ আইসিটি এক্সপোতে অংশ নেওয়া বিশ্বের শীর্ষ প্রযুক্তি সম্পন্ন নিউম্যান টেকনোলজি লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের পণ্যে পাওয়া যাচ্ছে সর্ব্বোচ্চ ৩০ ভাগ পর্যন্ত ছাড়।

মেলা উপলক্ষে এ ছাড় দিচ্ছে দেশের আইসিটি সলিউশন প্রোভাইডার ক্যাটিনা সিস্টেমস সলিউশন লিমিটেড।



রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলা এ মেলা আজ রাতে শেষ হবে।

প্যাভিলিয়নের কর্মীরা বাংলানিউজকে জানান, কম্পিউটারের সামগ্রীর মধ্যে রয়েছে চীনের নিউমেন ব্র্যান্ডের কী বোর্ড, মাউস, মাল্টিমিডিয়া প্রেজান্টার, কার্ড রিডার, হাব, হেডফোন, স্পিকারসহ অসংখ্য গেমিং মাউস কী-বোর্ড।

বিআইসিসি’র দোতলায় ১৬ নম্বর প্যাভিলিয়নের ১৯ ও ২০ নম্বর স্টলে এসব পণ্য কিনতে পারবেন ক্রেতারা।

সেগোটেপ ব্র্যান্ডের কম্পিউটার ক্যাসিং, ট্রান্স উইন ও ডিফেন্ডার স্পিকার, কালারফুল মাদার বোর্ড ও গ্রাফিক্স কার্ড, ম্যাক্সভিউ টেলিভিশন কার্ড, ফ্যাসিও ব্র্যান্ডের ক্যারিং ব্যাগ, ডি টেক ব্র্যান্ডের মাউস, কী বোর্ড, ক্যাসিং, পাওয়ার সাপ্লাই,  ইন্ডিগো ব্র্যান্ডের প্রিন্টিং টোনার। এসব প্রতিটি পণ্যের ওপর ৫ থেকে ৩০ ভাগ মূল্য ছাড় পাওয়া যাচ্ছে।

এর সঙ্গে আকর্ষণীয় উপহারের আয়োজনও রেখেছে প্রতিষ্ঠানটি।

ক্যাটিনা সিস্টেমস সলিউশন লিমিটেডের ম্যানেজার মো. নিজামুল হক বাংলানিউজকে বলেন, এসব প্রতিষ্ঠানের বাইরেও ইন্টেল, এইচপিসহ একাধিক প্রতিষ্ঠানের পণ্য গ্রাহকদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। দীর্ঘ দিন ধরে এসব পণ্য ক্রেতাদের দরজায় পৌঁছে দেয়ায় আমাদের ওপর আস্থা রেখেছেন তারা। এ কারণে আমরা সব সময়ই নতুনত্ব পণ্য নিয়ে দেশের বাজারে হাজির হয়ে থাকি।

ক্যাটিনা সিস্টেমস সলিউশন লিমিটেড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. হাবিবুর রহমান বলেন, মেলা উপলক্ষে প্রযুক্তিপ্রেমীদের সম্মানে এসব পণ্যে ছাড় দেয়া হচ্ছে। বলা যেতে পারে একেবারে পাইকারি মূল্যে পণ্য কিনতে পারছেন ক্রেতারা।

তারা জানান, প্রায় ১৭ বছর ধরে প্রযুক্তির নানা পণ্যে দেশের বাজারে বাজারজাত করছে ক্যাটিনা সিস্টেমস সলিউশন লিমিটেড। নতুনত্ব ও ভিন্ন স্বাদের পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
একে/আরএইচএস/আরআই

** দেশি ব্র্যান্ডের পণ্যে মূল্য ছাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।