ঢাকা: ভবনের পাশাপাশি ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার শুরুতে দরকার হয় সঠিক আইটি নেটওয়ার্কিং সিস্টেম। এটি শক্তিশালী হলেই ওই ব্যবসা প্রতিষ্ঠানও শক্তিশালী হয়।
বিশ্বের প্রতিষ্ঠিত ও নামকরা প্রযুক্তিসম্পন্ন ডি লিংকসহ একাধিক প্রতিষ্ঠানের পণ্যের মাধ্যমে এবং নিজেদের দক্ষ কর্মীবল নিয়ে এর যাবতীয় সমাধান দিচ্ছে স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসরটিউম লিমিটেড।
শনিবার (৫ মার্চ) মেলার শেষ দিন দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলা বাংলাদেশ আইসিটি এক্সপোতে পাওয়া গেলো এ তথ্য।
স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসরটিউম লিমিটেডের সিনিয়র ম্যানেজার (সেলস) আব্দুল্লাহ আল রফিক সুমন জানান, সরকারি ও বেসরকারি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের আইটি সমাধান দিচ্ছেন তারা। আইটির সম্পূর্ণ সমাধান নিজেদের দক্ষ কর্মীবল দিয়ে দেওয়া হয়। ফলে উন্নতমানের সেবা নিশ্চিত করা যায়।
তিনি জানান, তাদের বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমটি খুবই উন্নত ও আধুনিক মানের। এর মাধ্যমে কমার্শিয়াল লাইটিং ও কন্ট্রোল, শ্যাডিং, কলাবোরেশন, সিস্টেম ম্যানেজমেন্ট, এন ইন্টিগ্রেটেড বিএমএস সিস্টেম, ওয়াইফাই নেটওয়ার্ক, আইপি সুরভেইল্যান্স ও নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের কাজ সম্পাদন করা হয়।
বাংলাদেশ রেলওয়ে, গ্রামীণফোন হাউস, এনবিআর’র ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইটি সলিউশন, রেডিসন ব্লু, একমিসহ এরকম আরও বৃহৎ প্রতিষ্ঠানে আইটি সমাধান দিয়ে যাচ্ছে স্পেকট্রাম।
দু’শ এর অধিক কর্মীবলের মধ্য ১শ জন দক্ষ প্রকৌশলী রয়েছে এ প্রতিষ্ঠানের। টোটাল ২৪০টি পণ্য রয়েছে স্পেকট্রামের। ১৯৯৫ সাল থেকে পথ চলা এ প্রতিষ্ঠান দেশের সব শ্রেণীর গ্রাহকদের আস্থাও অর্জন করেছে।
স্পেকট্রামের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাব্বির আহমেদ জানান, ডি লিঙ্ক, মাইক্রোসফট, ডেল, হুওয়াই, এইচপি, এমারসন, সান, ডিএমএস, সিসটিম্যাক্স সলিউশনসহ একাধিক আন্তর্জাতিক পণ্যে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, আমরা গ্রাহকদের সেবা নিশ্চিত করতে যাবতীয় কার্যক্রম সম্পাদন করি। প্রতিটি পণ্য খুবই মানসম্মত। তাইওয়ান, জাপান প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে প্রতিটি পণ্য সংগ্রহ করা হয়।
প্রতিষ্ঠানের যাবতীয় সেবা সম্পর্কে জানা যাবে www.spectrum-bd.com এ।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
একে /এএ