ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নারী দিবস পালন করলো ‘বিডব্লিউআইটি ও মাইক্রোসফট বাংলাদেশ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
নারী দিবস পালন করলো ‘বিডব্লিউআইটি ও মাইক্রোসফট বাংলাদেশ’

নারী তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) ও মাইক্রোসফট বাংলাদেশ যৌথভাবে উদযাপন করেছে আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষে নারী নেতৃত্বাধীন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বে বিডব্লিউআইটি ও মাইক্রোসফট  ‘প্লানেট ৫০-৫০ বাই ২০১৩: স্টেপ ইট আপ ফর জেন্ডার ইক্যুইলিটি’ প্রতিপাদ্য নিয়ে যৌথভাবে আয়োজন করে ‘বিডব্লিউআইটি আইটি শো ২০১৬’।



এতে প্রযুক্তিখাত ও এ খাতের সাম্প্রতিক প্রবণতা, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, স্টার্টআপসহ নারী উদ্যোক্তাদের সম্ভাবনা তুলে ধরা হয়।

বিআইডব্লিউটি-এর সভাপতি লুনা শামসুদ্দোহা, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও বিআইডব্লিউটি-এর সহ সভাপতি সোনিয়া বশির কবির, ইউএন উইমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন হান্টার সহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।

লুনা শামসুদ্দোহা বক্তব্যে বলেন, আমরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়ে এবং জীবনে সফল হতে নারীরা পুরুষদের কাছ থেকে যে সহায়তা ও অনুপ্রেরণা পায় তার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি। বাংলাদেশের প্রযুক্তি খাতে নারীদের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং আমরা এ খাতে আরও নারীদের যুক্ত করতে কাজ করছি।

সোনিয়া বশির কবির বলেন, বাংলাদেশে নারীরা অনেক প্রগতিশীল গত এক দশকে এখানে নারীদের অনেক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও  ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগের অধীনে আমরা এমন এক উচ্চতায় পৌঁছাতে চাই এবং এমন পথ পাড়ি দিতে চাই যেখানে আগে নারীদের পদধ্বনি পড়েনি। সব বাধা অতিক্রম করে আমাদের নারীরা অসামান্য এক উচ্চতায় পৌঁছাবে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এ ধরনের আয়োজন মাইক্রোসফট বাংলাদেশের এই প্রথম। এতে ২১ জন নারী উদ্যোক্তা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।