ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দেশের নারীদের প্রযুক্তি ব্যবসায় আগ্রহী করে তুলতে ‘উইমেন ইন ডিজিটাল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ যৌথভাবে আয়োজন করে ‘ডিজিটাল ইনোভেশন ফর উইমেন ২০১৬’ প্রতিযোগিতা।

আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষ্যে করে মঙ্গলবার (০৮ মার্চ) ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন।

বক্তব্যে তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে  সফটওয়্যার রফতানিতে বাংলাদেশ বিশ্বে সম্মানজনক অবস্থানে আসবে। এতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বর্তমান সরকার সবক্ষেত্রেই নারীদের সমানভাবে গুরুত্ব দিচ্ছে। আমার মন্ত্রণালয়ের সকল কাজ এখন অনলাইনে হচ্ছে এবং আমাদের বিভিন্ন প্রকল্পের জন্য আমরা নারীদের খুঁজছি। তাই নারীদেরকে সমাজের পিছুটান ছেড়ে সবক্ষেত্রেই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান।

বক্তব্যে তিনি বলেন, আইসিটি খাতে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, নারীদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ভালো নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। তবে আমাদের সদস্য প্রতষ্ঠানগুলোতে মাত্র ৯ শতাংশ নারী কাজ করে, যার মধ্যে উদ্যোক্তা হিসেবে রয়েছে মাত্র ৩ শতাংশ নারী যা যথেষ্ঠ নয়।

এছাড়াও তিনি জানান, আইসিটি ডিভিশনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে অনেকদিন ধরেই কাজ করে আসছে বেসিস। এই লক্ষ্যে বেসিস উইমেন্স ফোরাম গঠন করা হয়েছে। এছাড়া আগামী ২ বছরে আমরা যে ২৩ হাজার দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ দিচ্ছি সেখানেও নারীদের অগ্রাধিকার দেওয়া  হচ্ছে। তাই দেশের অগ্রযাত্রায় নারীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. রিজওয়ান খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি সেলিমা আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হক, বাংলাদেশ ব্যাংক ও বিআইবিএমের এসএমই ফ্যাকাল্টি কনসালট্যান্ট সুকোমল সিনহা চৌধুরী এবং বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি থেকে ডিজিটাল ইনোভেশন ফর উইমেন শীর্ষক প্রতিযোগিতা শুরু হয়। এতে ৪৯টি প্রকল্প নিয়ে সারাদেশের ২৪৮ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্যায়ে বিচারের মাধ্যমে শীর্ষ তিন উদ্ভাবনকে পুরস্কৃত করা হয়। এতে শীর্ষস্থান অধিকার করে  ‘ফুড হান্ট’ শীর্ষক প্রকল্প। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয় যথাক্রমে  ‘এ আর কিডস’ ও ‘ব্রেক ফ্রি’ প্রকল্প।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।