ঢাকা: ক্রিকেটের সুপার ফ্যানরা ক্রিকেটের পেছনে পেছনে ধায়। হোক তা দিল্লি বহুদুর! তারা ছুটবেই ক্রিকেট দেখতে।
আর এই সুপারফ্যানদের জন্য সুপার অফার নিয়ে এসেছে গ্রামীণফোন। দেশের প্রধান এই টেলিফোন অপারেটর বলছে, ভারতের টি-২০ ক্রিকেট আসরে যারা খেলা দেখতে সেদেশে যাচ্ছে তাদের রোমিং ইন্টারনেটে দিচ্ছে অবিশ্বাস্য ডিসকাউন্ট।
সেটি কত সে প্রশ্ন উঠতেই পারে। ৫০ পারসেন্ট ডিসকাউন্টেই কিন্তু খুশি হয়ে যায় সবাই। কিন্তু এযে অবিশ্বাস্য ডিসকাউন্ট। তাই এর হার হচ্ছে ৯৮ শতাংশ।
মানে মাত্র ২ শতাংশ রোমিং চার্জে আপনি ঢাকার ইন্টারনেট বয়ে নিয়ে যেতে পারবেন দিল্লি-কলকাতা।
বলা চলে ঢাকার দামেই বিদেশে ইন্টারনেট ব্যবহার।
ভারতে গিয়ে ইন্টারনেট তেলেসমাতিতে পড়েননি এমন কম পাওয়া যাবে। এই রাজ্যে এটা চলে ওই রাজ্যে সেটা এমন নানান বাহানা রয়েছে।
এসব থেকে মুক্ত থাকতেই ক্রিকেটভক্তদের জন্য এই ছাড়ের আয়োজন গ্রামীণ ফোনের।
বাংলাদেশ দল উঠে যাচ্ছে সুপার টেনে। ফলে কলকাতায় মূল আসরে যাওয়ার প্ল্যান যারা করছেন তাদের জন্য গ্রামীণফোন বলছে, ব্রিফকেসে বায়নোকুলার, পাসপোর্ট ঘড়ি সবই গুছিয়ে নিন, কিন্তু ফোনটিকে রোমিং করিয়ে নিতে ভুলবেন না। মাত্র দুই পারসেন্ট বেশি খরচে ইন্টারনেট থাকলে যেখানেই থাকুন ঘরের সঙ্গে আপনার যোগাযোগ থাকবেই। তাই আপনিই বলে উঠবেন চলো বহুদূর।
বাংলাদেশ সময় ০৯৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এমএমকে