ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার উদ্যোগে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’।

ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে এবার এ প্রতিযোগিতা শুরু হবে ২২ এপ্রিল।

যা ২৪ এপ্রিল পর্যন্ত চলবে।

রোববার (১৩ মার্চ) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এবারের আয়োজনে অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইট বাগডুম ডটকম (www.bagdoom.com)।

প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সম্প্রতি এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান বেসিস ও বাগডুম ডটকমের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়।

বেসিস সভাকক্ষে আয়োজিত এ চুক্তি সই অনুষ্ঠানে বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আহ্বায়ক আরিফুল হাসান অপু ও বাগডুম ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা মনোয়ার হোসেন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

দেশের তরুণদের শিক্ষা ও প্রযুক্তির অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।