ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিমিয়াম ডিভাইস তৈরির লক্ষ্যে হুয়াওয়ে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
প্রিমিয়াম ডিভাইস তৈরির লক্ষ্যে হুয়াওয়ে

গ্রাহকদের জন্য মোবাইল ইকোসিস্টেম, পেমেন্ট, সাউন্ড ও ফ্যাশনেব্ল ইলেক্ট্রনিক ডিভাইস তৈরির লক্ষ্যে এবারের কনজিউমার ইলেক্ট্রনিক শো’তে (সিইএস) বিশ্বখ্যাত  কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে হুয়াওয়ে।

এ বিষয়ে চীনা আইসিটি প্রতিষ্ঠান প্রথমেই হুয়াওয়ে এম২ ট্যাবলেট সম্পর্কে জানিয়েছে যে, ১০ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেটে রয়েছে উন্নত সাউন্ড ফিচার।

আর এজন্য হারম্যান/ কার্ডোন-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যক্তিগত সনিক অডিও প্রযুক্তি তৈরিতে হারম্যান ইন্টারন্যাশনাল বিশ্ববিখ্যাত।

স্মার্টওয়াচের ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলেছে, আর তাই নিজস্ব স্মার্টওয়াচে দৃষ্টিনন্দন ডিজাইন দিতে জনপ্রিয় অলংকার নকশাকারী প্রতিষ্ঠান সোয়ারভ্স্কি’স জেমস্টোন বিজনেসের সঙ্গে কাজ করছে হুয়াওয়ে।
প্রতিষ্ঠানটি মূলত মেয়েদের অলংকার নকশা করে। যেজন্য হুয়াওয়ের তাদের স্মার্টওয়াচকে বলছে ‘ওয়াচ ফর দ্য লেডি’।
 
অন্যদিকে সার্চ জায়ান্ট গুগলের সঙ্গে মিলে নতুন গোল্ড সংস্করণের নেক্সাস ৬পি উন্মোচন করেছে চীনের এই নির্মাতা। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম নির্ভর ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, ৩ গিগাবাইট র‌্যাম এবং ৩২/৬৪/১২৮ গিগাবাইট রম।

এছাড়া ছবি, ভিডিও ক্যাপচার করতে আছে ১২ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উন্নত মেটালে তৈরি নেক্সাস ৬পি’তে আরো আছে দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি। সবমিলিয়ে আধুনিক সব ফিচারের সমন্বয় রয়েছে এতে।
   
হুয়াওয়ে টেকনলোজিস (বাংলাদেশ) লিমিটেড-এর ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও প্রযুক্তি দিতে হুয়াওয়ে সবসময় কাজ করে। বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে আমরা আমাদের পণ্যে সেরা আধুনিক ফিচার যুক্ত করে থাকি। বর্তমানে গ্রাহকরা অনেক বিষয় দেখেশুনে স্মার্টফোন ক্রয় করে, যাতে নির্দিষ্ট বাজেটে সেরা ডিভাইসটি পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের আমরা বাজারের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় সেরা পণ্য ব্যবহারের সুযোগ করে দিতে সর্বাত্মক চেষ্টা করি।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের বাজারে মেইট এইট ও জিআর ফাইভ নামের দুটি ভিন্ন মডেলের স্মার্টফোন বাজারজাত শুরু করেছে হুয়াওয়ে। অল্প দিনেই দুটি মডেল ব্যাপক সাড়া ফেলেছে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।