ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিডিনগের পঞ্চম সম্মেলনের রেজিস্ট্রেশন চলছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বিডিনগের পঞ্চম সম্মেলনের রেজিস্ট্রেশন চলছে

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) আগামী ৭ এপ্রিল ঢাকায় পঞ্চম বিডিনগ ও  ইন্টারনেট অপারেশনাল নেটওয়ার্ক (আইওএন) সম্মেলনের আয়োজন করেছে। ৫ দিনব্যাপী এই  সম্মেলনের রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়েছে।



সম্মেলনে থাকছে এক দিন আইওএন সম্মেলন ও চার দিন টেকনিক্যাল কর্মশালা।

টেলিকম ও আইএসপি প্রকৌশলীরা এই কর্মশালার মাধ্যমে আইপিভি৪/ আইপিভি৬ রাউটিং এবং লিনাক্স সিস্টেম এডমিন  ও সার্ভিসেস বিষয়ে প্রশিক্ষণ লাভ করতে পারবেন। এছাড়া ১১ এপ্রিল ইন্টারনেট সোসাইটির বিডিনগের সাথে রয়েছে আইওএন কনফারেন্স ।

সম্মেলন সম্পর্কে বিডিনগ ট্রাস্টি এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি এম এ হাকিম বলেন, আমাদের দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে হলে এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। তিনি বলেন, এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একসাথে হয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করে।

গত কয়েক বছরে বিভিন্ন প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের স্কিলস বাড়ছে। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ বলেন,  বাংলাদেশের ইন্টারনেট পরিচালনা প্রযুক্তি বিষয়ক এই সম্মেলনে প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে বিডিনগ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, সম্মেলনে অংশগ্রহনের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি ইন্টারনেট পরিচালনা প্রযুক্তি বিষয়ক গবেষণা পত্র আহবান করা হয়েছে। রেজিস্ট্রেশন ও সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে: www.bdnog.org এই ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।