মাইক্রোসফট পার্টনারদের নিয়ে বুটক্যাম্প করেছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত এই কারিগরি প্রশিক্ষণ শিবিরে অফিস ৩৬৫’তে সংযুক্ত নতুন নতুন ফিচার এবং মাইক্রোসফট অফিসের এই কর্পোরেট সংস্করণের অধীন বিশেষায়িত কয়েকটি সেবা সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়া প্রতিষ্ঠানের কর্মীদের একটি নেটওয়ার্কে সংযুক্ত থাকতে সহায়ক প্রাইভেট স্যোশাল নেটওয়ার্ক ইয়াম্মের ও সম্মিলিতভাবে কাজ করতে সহায়ক ফাইল শেয়ারিং সুবিধার ডেলভি ফিচারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় মাইক্রোসফট ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম আজুর বিষয়েও আলোচনা করা হয়।
দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে মাইক্রোসফট বাংলাদেশের ক্লাউড উন্নয়ন বিশেষজ্ঞ আবু সালেহ মুহাম্মাদ রাশেদুজ্জামান, পার্টনার টেকনলোজি বিশেষজ্ঞ মি. ফেরদৌস, ব্যবস্থাপক (এসএমবি) মাসরুর হোসাইন, কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক (মাইক্রোসফট) আবু তারেক আল কাইয়্যুম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসজেডএম