ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কম্পিউটার সোর্সের আয়োজনে ‘মাইক্রোসফট বুটক্যাম্প’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
কম্পিউটার সোর্সের আয়োজনে ‘মাইক্রোসফট বুটক্যাম্প’

মাইক্রোসফট পার্টনারদের নিয়ে বুটক্যাম্প করেছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত এই কারিগরি প্রশিক্ষণ শিবিরে অফিস ৩৬৫’তে সংযুক্ত নতুন নতুন ফিচার এবং মাইক্রোসফট অফিসের এই কর্পোরেট সংস্করণের অধীন বিশেষায়িত কয়েকটি সেবা সম্পর্কে আলোচনা করা হয়।

সচেতন করা হয় নকল সফটওয়্যার ব্যবহার বিষয়ক ঝুঁকি বিষয়েও।

এছাড়া প্রতিষ্ঠানের কর্মীদের  একটি নেটওয়ার্কে  সংযুক্ত থাকতে সহায়ক প্রাইভেট স্যোশাল নেটওয়ার্ক ইয়াম্মের ও সম্মিলিতভাবে কাজ করতে সহায়ক ফাইল শেয়ারিং সুবিধার ডেলভি ফিচারের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় মাইক্রোসফট ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম আজুর বিষয়েও আলোচনা করা হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে মাইক্রোসফট বাংলাদেশের ক্লাউড উন্নয়ন বিশেষজ্ঞ আবু সালেহ মুহাম্মাদ রাশেদুজ্জামান, পার্টনার টেকনলোজি বিশেষজ্ঞ মি. ফেরদৌস, ব্যবস্থাপক (এসএমবি) মাসরুর হোসাইন, কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক (মাইক্রোসফট) আবু তারেক আল কাইয়্যুম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।