ঢাকা: আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) সার্টিফিকেশন পরীক্ষা আগামী ২৪ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আইটি-ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে জানানো হয়, ২৪ এপ্রিল সকাল ৯টা ৩০মিনিট থেকে ১২টা ১৫মিনিট পর্যন্ত লেভেল-১ এর পরীক্ষা হবে। আর দুপুর ১টা ৩০মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে লেভেল-২ এর পরীক্ষা।
সারাদেশে চারটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চ ২০১৬ তারিখ পর্যন্ত www.bditec.gov.bd অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশন ফি লেভেল-১ এর জন্য ১০২ টাকা ও লেভেল-২ এর জন্য ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ পরীক্ষায় উর্ত্তীর্ণ পরীক্ষার্থীদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয় যা দেশে-বিদেশে আইটি’র সম্মানজনক কর্মসংস্থানে সহায়ক।
বিস্তারিত জানতে ক্লিক করুন...
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
জেডএম/