বাংলাদেশের বাজারে জি সিরিজের নতুন একটি স্মার্টফোন এনেছে হুয়াওয়ে। জিআর৫ মডেলে ব্যাপক সফলতা আসায় গ্রাহকদের জন্য জিআর৩ মডেলটি নিয়ে আসল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড।
পাঁচ ইঞ্চির আইপিএস ডিসপ্লেযুক্ত হুয়াওয়ে জিআর৩‘র বিশেষ ফিচারগুলো হচ্ছে হুয়াওয়ে ইএমইউআই ৩.১ লাইট, ২ জিবি ৠাম, ইন্টারনাল স্পেস ১৬ জিবি যা ১২৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৫.১ (ললিপপ) অপারেটিং সিস্টেমের এই ফোনের মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং ব্যাটারি ২২০০ মিলিঅ্যাম্পিয়ার।
বৈশ্বিক স্মার্টফোনের বাজার দ্রুত বিস্তার হওয়ার দিকটি লক্ষ্য রেখে চীনা আইসিটি কোম্পানি গ্রাহকদের জন্য বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন উপযোগী ফোন নিয়ে হাজির হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রকাশিত সিলভার, গ্রে এবং গোল্ড কালারের আধুনিক ডিজাইনের এই স্মার্টফোন সহজেই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, হুয়াওয়ে বর্তমানে বিশ্বে বিকাশমান একটি ব্র্যান্ড। ২০১৫ সালে সারাবিশ্বে ১০৮ মিলিয়ন স্মার্টফোন রপ্তানী করে প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ প্রবৃদ্ধি ঘটে। এই ক্রমবর্ধমান সাফল্য ব্যবহারবান্ধব পণ্যের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার প্রতিশ্রুতির ফলস্বরূপ। ইংমার বলেন, বাংলাদেশের স্মার্টফোন বাজারটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের বিভিন্ন বয়সীদের চাহিদার কথা মাথায় রেখে বেশ কয়েকটি আধুনিক ডিভাইস ইতিমধ্যে বাজারে ছেড়েছি, ভবিষ্যতেও আরো উন্নত ও অত্যাধুনিক ডিভাইস আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিনামূল্যে ১৩ হাজার মিলি অ্যাম্পিয়ারের একটি পাওয়ার ব্যাংকসহ (স্টক থাকা স্বাপেক্ষে) ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৯৯০ টাকা।
চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টারসহ দেশের ৬৪টি জেলার রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলোতে পাওয়া যাবে জিআর৩।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসজেডএম