ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উদ্ভাবনে সেরা হলেন যারা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
উদ্ভাবনে সেরা হলেন যারা

ঢাকা: স্টার্টআপদের জন্য সবচেয়ে বড় ইভেন্ট ‘ইনোভেশন এক্সট্রিম’। আর তাতে অংশ নিয়ে সেরা হয়েছে ছয়টি স্টার্টআপ।

পাশাপাশি এই ইভেন্টে নিজেদের প্রজেক্ট তুলে ধরার সুযোগ পেয়েছে দেশের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলো।
 
‘বাংলাদেশ: দি নেক্সট টেক ফ্রন্টিয়ার’ স্লোগানে শনিবার (১৯ মার্চ) রাজধানীর র‌্যাডিসন হোটেলে ওয়াটার ব্লু  গার্ডেনে এ ইভেন্টের আয়োজন করে এসডি এশিয়া।
 
আর এতে প্রধান পৃষ্ঠপোষক ছিল দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।  
 
এতে ২৫টি স্টার্টআপ নিজেদের উদ্ভাবন নিয়ে এতে অংশ নেয়। ইভেন্ট শেষে তাদের মধ্য থেকে সেরা নির্বাচিত হয় ছয়টি স্টার্টঅাপ। এগুলো হলো: লাইট ক্যাসল ডাটা, ট্রিপলি, লেটস ইট, সেবা, রেপ্টো এবং চলো। সেরা ছয় উদ্ভাবক প্রত্যেকে ফেসবুকের পক্ষ থেকে পেয়েছে পঞ্চাশ হাজার ডলার।
 
সবক’টি টিমের একজন তিন মিনিট করে নিজেদের প্রোডাক্ট ও সেবা নিয়ে কথা বলার সুযোগ পান। প্রথমেই আসে ‘লাইট ক্যাসল ডাটা’ তাদের প্রোডাক্ট মার্কেটিং রিসার্চ নিয়ে। কতো সহজে, সুলভে কার্যকরীভাবে মার্কেট রিসার্চ করে কাঙ্খিত সাফল্য লাভ করা যায়, তারই বর্ণনা করেন তারা।
 
এরপর ‘ট্রিপলি’। এটি মূলত ভ্রমণের প্যাকেজ নিয়ে একটি ওয়েবসাইট। দেশ-বিদেশে ভ্রমণ করতে তাদের এখান থেকে প্যাকেজগুলো জানা যায় এবং চাইলে নিজের মনমতো প্যাকেজ কাস্টমাইজ করার সুযোগ রয়েছে।
 
‘লেটস ইট’র উদ্যোক্তা বললেন, কীভাবে তাদের উদ্ভাবিত অ্যাপটিতে সত্যিকারের রেস্টুরেন্ট মালিকরা তথ্য ইনপুট দেবে এবং সেটি কীভাবে একজন ভোজনরসিককে সঠিক খাবারটি সুলভে হাতের কাছে পেতে সহায়তা করবে।
 
‘সেবা’ নিয়ে এসেছে সেবা প্রদানের বিশাল এক ফর্দ। এর উদ্যোক্তা জানালেন, তাদের এই অ্যাপটিতে রয়েছে নিত্যপ্রয়োজনীয় সেবা প্রদানকারীদের যোগাযোগ নম্বর। এখানে ডাক্তার, প্লাম্বার, এসি মিস্ত্রি, ইলেক্ট্রিশিয়ান থেকে শুরু করে প্রয়োজনীয় সেবা প্রদানকারীদের সবার ফোন নম্বর রয়েছে। অনেক সেবার সঙ্গেই রয়েছে খানিকটা বাড়তি প্রাপ্তি। যেমন কেউ গাড়ি মেরামত করালে এক মাসের জন্য তার লন্ড্রি সার্ভিস ফ্রি!
 
‘রেপ্টো’ একটি টিউটোরিয়াল হাব। ফ্রি-ল্যান্স ভিত্তিতে চাইলে কেউ তার আর্টিকেল, টিউটোরিয়াল রেপ্টোতে আপলোড করবেন। আর তা পাঠক কিংবা গ্রাহকের কাছে বিক্রির পর টাকা সমান ভাগে ভাগ করে নেওয়া হবে।
 
‘চলো’, একটি গাড়ি সার্ভিস। ঢাকায় সাশ্রয়ী খরচে গাড়ির সার্ভিস পেতে কল, এসএমএস, ই-মেইল, অ্যাপসহ সব ধরনের ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে গাড়ির জন্য অর্ডার করতে পারবেন। আর এদের গাড়িতে ট্যাক্সি ক্যাবগুলোর মতো কোন স্টিকার নেই। তাই কেউ চাইলে প্রাইভেট কার হিসেবেই এই গাড়িগুলো ব্যবহার করা যাবে।
 
সেরা প্রতিষ্ঠানগুলো ছাড়াও এই ইভেন্টে নিজেদের উদ্ভাবন নিয়ে এসেছিলো অ্যাডপ্লে, যারা অনলাইনে বিজ্ঞাপন নিয়ে কাজ করছে।
 
সেবা প্রাপ্তির জন্য স্টার্টঅাপ ছিল- সন্ধান, ই-হাট, খুঁজুন, ওহটিশার্ট, ইটস্ মি, ইনোভেশন, ব্যান্ডিকার্ডসসহ আরও কয়েকজন উদ্যোক্তা। অংশগ্রহণকারী সবগুলো প্রতিষ্ঠান প্রত্যেকে মাইক্রোসফটের পক্ষ থেকে পেয়েছে দশ হাজার ইউএস ডলার।
 
‘ইনোভেশন এক্সট্রিম’র প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোন নিয়ে এসেছিল তরুণ স্টাটআপদের প্ল্যাটফর্ম জিপি এক্সিলেটর।  
 
ইভেন্টে নিজেদের উদ্ভাবন প্রদর্শন ও প্রচারে সন্তোষ প্রকাশ করেছেন উদ্যোক্তারা।  
 
অনলাইনে অভিনব বিজ্ঞাপনের উদ্ভাবন নিয়ে আসা অ্যাডপ্লে’র ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) মুরাদুল মুস্তাকিন বলেন, এক ছাতার নিচে প্রদর্শনের ব্যবস্থা উদ্যোক্তাদের আরও অনুপ্রাণিত করবে। এই আয়োজন ইনোভেশনগুলো আরও সামনে নিয়ে আসার ক্ষেত্রে সহায়তা করবে।
 
সফলভাবে দ্বিতীয়বারে মতো স্টার্টআপদের জন্য ‘ইনোভেশন এক্সট্রিম’ আয়োজন করা নিয়ে ইভেন্ট প্লাটফর্ম এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মোস্তাফিজুর রাহমান খান বলেন, এই ইভেন্টে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলো তাদের প্রজেক্ট তুলে ধরার সুযোগ পেয়েছে। একই ছাদের নিচে এই ইভেন্টে ইন্টারনেট এবং টেক নিয়ে জড়িত উদ্যোক্তা, বিনিয়োগকারীদের নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।
 
গ্রামীণফোনের পাশাপাশি মাইক্রোসফট, আইপিডিসি এবং টপ অফ মাইন্ডও স্পন্সর করছে এই ইভেন্ট।
 
এবারের ইভেন্টে ১২টি সেশনের প্রতিটি সেশনেই বিনিয়োগকারীরা কীভাবে দেশি স্টার্টআপগুলোতে বিনিয়োগ করবেন, তার প্রতিচ্ছবি ছিল। ইনভেস্টর স্পিড ডেটিং সেশনে দেশি স্টার্টআপগুলো বিনিয়োগকারীদের সামনে নিজেদের স্টার্টআপকে তুলে ধরার সুযোগ পেয়েছেন।
 
ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, ফেসবুক, মাইক্রোসফট, বোস্টন কন্সাল্টিং গ্রুপ, সিগন্যাল ভেঞ্চার্স, মাস্টার্সকার্ড, আইএমজে ইনভেস্টমেন্ট পার্টনার্স, বঙ্গ, টপ অফ মাইন্ড, রেজার ক্যাপিটাল, সহজ ডট কম, গো বিডি , বিডি জবস, চালডাল ডটকম, এইটরোডস ভেঞ্চার এবং এসডি এশিয়াসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেন।
 
ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল ফেসবুক, দৈনিক ইত্তেফাক এবং টেক ইন এশিয়া।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
একেএ/এমআইএইচ/এএসআর

** ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা অসীম
** সম্ভাবনার দুয়ার খোলা ‘ইনোভেশন এক্সট্রিম’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।