ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিবুকিংয়ের স্যামসাং এস৭ এজ হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
প্রিবুকিংয়ের স্যামসাং এস৭ এজ হস্তান্তর

ঢাকা: স্যামসাং মোবাইল বাংলাদেশ শুক্রবার (১৮ মার্চ) থেকে স্যামসাংয়ের দেশব্যাপী  বিভিন্ন আউটলেটে এস৭ এজ প্রিবুকিংয়ের হ্যান্ডসেট হস্তান্তর শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার (২০ মার্চ) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন কয়েকজনের হাতে হ্যান্ডসেট হস্তান্তর  করেন।



গত ২৮ ফেব্রুয়ারি থেকে গ্রামীণফোনের সহায়তায় স্যামসাং এস৭ এজ-এর প্রিবুকিং শুরু করে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

১৪ মার্চ নির্ধারিত সময় শেষ হওয়ার ২ দিন আগেই তিন হাজার হ্যান্ডসেটের প্রিবুক স্টক শেষ হয়ে যায়। যার মাধ্যমে হ্যান্ডসেট প্রিবুকিংয়ের নতুন রেকর্ড গড়ে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।